মুম্বই : ছোটো একটি কাঁচি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন সইফ আলি খান । আর তাঁর সামনে বসে রয়েছে ছোট্ট তইমুর । আর এভাবেই চলে তার চুল কাটা ।
কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি লকডাউন । বন্ধ একাধিক দোকান । প্রয়োজনীয় সামগ্রীর দোকান ছাড়া খোলা নেই কিছুই । বন্ধ রয়েছে পার্লারও । এই পরিস্থিতির মধ্যে বাড়িতেই নিজেদের ত্বকের পরিচর্যা করছেন তারকারা । পাশাপাশি বাড়িতেই চুল কাটতে দেখা গিয়েছে অনেকজনকে । আর এবার সেই তালিকায় যুক্ত হল ছোট্ট তইমুর ।
লকডাউনের মধ্যে বেড়ে গিয়েছে তইমুরের চুল । এদিয়ে বন্ধ রয়েছে সব পার্লার । তাই এবার বাড়িতেই ছেলের চুল কাটতে উদ্যোগী হলেন সইফ আলি খান । ছোট্ট কাঁচি নিয়ে কেটে দিলেন ছেলের চুল । আর চুপ চাপ বসে তা উপভোগ করে তইমুর ।
সম্প্রতি ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করেন করিনা কাপুর খান । ছবির ক্যাপশনে লেখেন, "কারও হেয়ারকাট চাই ?"
এদিকে এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই তাতে কমেন্ট করেন একাধিক তারকা । হার্টের পাশাপাশি হাসির ইমোজিও দেন ছবির কমেন্টে ।
তবে তইমুরই প্রথম নয় । এর আগে লকডাউনের মধ্যে স্বামীদের হেয়ারস্টাইলিস্টের ভূমিকায় দেখা গিয়েছে সোনম কাপুর ও অনুষ্কা শর্মাকে । রান্নাঘরের কাঁচি দিয়ে বিরাটের চুল কাটতে দেখা গিয়েছিল অনুষ্কাকে । স্ত্রীয়ের চুল কাটায় মুগ্ধ হয়েছিলেন বিরাট । আর তারপর আনন্দের হেয়ারস্টাইলিস্টের ভূমিকায় দেখা যায় সোনমকে । এরপর কারও উপর ভরসা না করে নিজেই নিজের চুল কাটেন ইলিয়ানা । পরে সেই ছবি পোস্ট করেন সোশাল মিডিয়ায় । আর এবার সেই তালিকায় যুক্ত হল ছোট্ট তইমুরও ।