কলকাতা : বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম তাবড় অভিনেতা খরাজ মুখোপাধ্যায় । এমন ভার্সেটাইল অভিনেতা টলিপাড়ায় ক'জন আছেন বলা মুশকিল । কমেডি হোক বা ভিলেন, সরল সাধারণ মানুষ হোক বা ব্যবসায়ী সব চরিত্রে সাবলীল খরাজ । আজ তাঁর জন্মদিন ।
এই বিশেষ দিনে খরাজকে শুভেচ্ছা জানাতে ভুললেন না সহকর্মী ও বন্ধু রুদ্রনীল । প্রিয় "খরাজদা"-র সঙ্গে একটি সাদা-কালো ছবি শেয়ার করলেন তিনি ।