পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

খরাজের জন্মদিন, শুভেচ্ছা "ছাত্র" রুদ্রনীলের - Rudranil Ghosh wished on Kharaj Mukherjee birthday

দেখলে হয়তো বোঝা যাবে না, কিন্তু 57 বছর বয়স খরাজ মুখোপাধ্য়ায়ের । আজ তাঁর 57 তম জন্মদিন । আর এই বিশেষ দিনটিতে রুদ্রনীল ঘোষ কিন্তু শুভেচ্ছা জানাতে ভুললেন না ।

Rudranil Ghosh wished on Kharaj Mukherjee birthday
Rudranil Ghosh wished on Kharaj Mukherjee birthday

By

Published : Jul 7, 2020, 1:41 PM IST

কলকাতা : বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম তাবড় অভিনেতা খরাজ মুখোপাধ্যায় । এমন ভার্সেটাইল অভিনেতা টলিপাড়ায় ক'জন আছেন বলা মুশকিল । কমেডি হোক বা ভিলেন, সরল সাধারণ মানুষ হোক বা ব্যবসায়ী সব চরিত্রে সাবলীল খরাজ । আজ তাঁর জন্মদিন ।

এই বিশেষ দিনে খরাজকে শুভেচ্ছা জানাতে ভুললেন না সহকর্মী ও বন্ধু রুদ্রনীল । প্রিয় "খরাজদা"-র সঙ্গে একটি সাদা-কালো ছবি শেয়ার করলেন তিনি ।

ক্যাপশনে রুদ্র লিখেছেন, "শুভ জন্মদিন খরাজদা ! ভালো থেকো সুস্থ থেকো আর শিখিয়ে যাও আমাদের মতো ছাত্রদের।"

খরাজ মুখোপাধ্যয়কে ETV ভারত সিতারার পক্ষ থেকে জন্মদিনের অনেক শুভচ্ছা ।

ABOUT THE AUTHOR

...view details