মুম্বই : জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে সরব হয়েছেন বলিউডের একাধিক তারকা । যদিও এ বিষয়ে একটি বাক্যও খরচ করেননি শাহরুখ খান । ওই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হওয়া সত্ত্বেও কেন তিনি চুপ করে রয়েছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন রেডিয়ো জকি ও অভিনেতা রোশন আব্বাস ।
রবিবার বিকেলে নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর বিরোধিতায় সরব হয়েছিল দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা । ঘটনাস্থানে পৌঁছয় পুলিশ । এরপর পুলিশকে লক্ষ্য করে পড়ুয়ারা ইট-পাথর ছোড়ে বলে অভিযোগ । পালটা পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগও উঠেছে । ইতিমধ্যেই পুলিশের পদক্ষেপ নিয়ে সরব হয়েছেন বি টাউনের একাধিক তারকা । তাঁদের মধ্যে তাপসী পান্নু, স্বরা ভাস্কর, রাজকুমার রাও ও ভিক্রান্ত ম্যাসি অন্যতম ।
যদিও এই বিষয়ে মুখ খোলেননি বি টাউনের প্রথম সারির অভিনেতারা । তাঁদের মধ্যে রয়েছেন অমিতাভ বচ্চন, সলমান খান, আমির খান ও শাহরুখ । এদিকে ওই বিশ্ববিদ্যালের প্রাক্তন ছাত্র হলেন শাহরুখ । তা সত্ত্বেও এই ঘটনা প্রসঙ্গে একটাও বাক্য খরচ করেননি তিনি ।
শাহরুখ কেন চুপ করে রয়েছেন সেই প্রশ্ন তুলে রোশন আব্বাস টুইট করেন । লেখেন, "শাহরুখ কিছু বলুন, আপনি তো ওই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন । কার জন্য চুপ করে রয়েছেন ?"
নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 নিয়ে উত্তাল দেশ ৷ দেশের বিভিন্ন জায়গায় এই আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখানো হচ্ছে । গত সপ্তাহেই লোকসভায় পাশ হয় নাগরিকত্ব সংশোধনী বিল । এরপর রাজ্যসভাতেও সেটি পাশ হয়ে যায় । তারপরই আইনে পরিণত হয় এই বিল । পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দু, ক্রিশ্চান, শিখ, পার্সি, জৈন ও বৌদ্ধদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে এই আইনে ।