পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"রিয়াকে ভয়ঙ্কর মিডিয়া ট্রায়ালের শিকার করা হচ্ছে", অকপট স্বরা - রিয়া চক্রবর্তীর খবর

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রিয়া চক্রবর্তীকে প্রায় গ্রেপ্তার করেই ফেলেছে সোশাল মিডিয়ার বিচারকরা । সুপ্রিম কোর্টের আগেই তারা নিজেদের বিচার সভায় শাস্তির ঘোষণা করে দিয়েছে । এই ঘটনার তীব্র নিন্দা করলেন স্বরা ভাস্কর । সুপ্রিম কোর্টের উপর ভরসা রাখার আর্জি জানালেন অভিনেত্রী ।

Swara Bhaskar on Rhea chakrabarty
Swara Bhaskar on Rhea chakrabarty

By

Published : Aug 11, 2020, 10:57 AM IST

Updated : Aug 11, 2020, 3:06 PM IST

মুম্বই : প্রতিদিন সংবাদমাধ্যম এবং সোশাল মিডিয়ায় রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে ভয়ঙ্কর সমস্ত অভিযোগ উঠছে । আর কোনও প্রমাণ ছাড়াই সেই অভিযোগকে সত্যি বলে মেনে নিয়ে রিয়াকে চরম হেনস্থা করা হচ্ছে । সেই জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন রিয়া । এবার একই সুরে কথা বললেন স্বরা ভাস্করও ।

স্বরা লিখেছেন, "রিয়াকে ভয়ঙ্কর মিডিয়া ট্রায়ালের শিকার হতে হচ্ছে । জনতার বিচারবুদ্ধিহীন আবেগ প্রতিদিন অদ্ভুত সব বিচার শোনাচ্ছে রিয়াকে । আমি আশা করব শ্রদ্ধেয় সুপ্রিম কোর্ট বিষয়টি দেখবে এবং যারা এই ভুয়ো খবর ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে ।"

বেশ মজার ছলে স্বরা কয়েকটি মিডিয়া হাউজ়ের নামও লিখেছেন পোস্টে । দেখে নিন তাঁর পোস্ট...

.

স্বরা সুপ্রিম কোর্টের কাছে এই আর্জিও জানিয়েছেন যেন তাঁকে কোনও রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য বলি করা না হয় । বিহারের নির্বাচন আসন্ন, এই অবস্থায় রাজনীতিবিদদের কোনও ফাঁদে পা দিতে চান না অভিনেত্রী ।

.

সোশাল মিডিয়ায় বেশ স্পষ্ট কথা বলেন স্বরা । কারও তোয়াক্কা না করে নিজের মত প্রকাশ করেন এবং তার জন্য সমালোচিতও হন । কিন্তু, সেই সবে পাত্তা না দিয়ে নিজের স্বাতন্ত্র বজায় রেখে চলেন অভিনেত্রী ।

Last Updated : Aug 11, 2020, 3:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details