পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"ভিতর থেকে উপরে ফেলা হোক", বলিউডের মাদক যোগ প্রসঙ্গে রবিনা

রবিনা লেখেন, "এটাই পরিষ্কার করার সঠিক সময় । স্বাগত ! এটাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সাহায্য করবে । এখান থেকে শুরু হয়ে সব সেক্টরই পরিষ্কার করা হোক । ভিতর থেকে এটাকে উপরে ফেলা হোক । কারবারী, পাচারকারী ও ব্যবহারকারী সবাইকে শাস্তি দেওয়া হোক ।"

sdf
sdf

By

Published : Sep 22, 2020, 7:20 PM IST

Updated : Sep 22, 2020, 7:38 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার তদন্তের সময় মাদক যোগের ইঙ্গিত পান তদন্তকারীরা । সেই সূত্র ধরে গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজনকে । আর এবার নারকোটিকস কন্ট্রোল বিওরোর (NCB) এই পদক্ষেপকে স্বাগত জানালেন রবিনা ট্যান্ডন ।

টুইটারে এ সংক্রান্ত একটি পোস্ট করেন রবিনা । দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি । লেখেন, "এটাই পরিষ্কার করার সঠিক সময় । স্বাগত ! এটাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সাহায্য করবে । এখান থেকে শুরু হয়ে সব সেক্টরই পরিষ্কার করা হোক । ভিতর থেকে এটাকে উপরে ফেলা হোক । কারবারী, পাচারকারী ও ব্যবহারকারী সবাইকে শাস্তি দেওয়া হোক ।"

এই পোস্ট করার সঙ্গে সঙ্গেই সেখানে কমেন্ট করতে শুরু করেন নেটিজ়েনরা । রবিনার প্রশংসা করেছেন অনেকেই । একজন লেখেন, "দেখে ভালো লাগছে যে আপনি এগিয়ে এসে বলছেন যে এটাকে পরিষ্কার করার সময় ।"

আরও একজন লেখেন, "আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই তদন্তটা প্রয়োজন ।"

দীপিকা পাডুকোনের ম্যানেজার করিশ্মা প্রকাশ ও ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির CEO দ্রুভ চিটগোপেকরকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে NCB । এই খবর প্রকাশ্যে আসার পরই টুইটটি করেন রবিনা ।

এদিকে মাদক যোগের অভিযোগে এখনও পর্যন্ত রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই সৌভিক, সুশান্তের সহকারী স্যামুয়েল মিরান্ডা ও পরিচারক দীপেশ সাওয়ান্ত সহ বেশ কয়েকজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে NCB ।

Last Updated : Sep 22, 2020, 7:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details