মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার তদন্তের সময় মাদক যোগের ইঙ্গিত পান তদন্তকারীরা । সেই সূত্র ধরে গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজনকে । আর এবার নারকোটিকস কন্ট্রোল বিওরোর (NCB) এই পদক্ষেপকে স্বাগত জানালেন রবিনা ট্যান্ডন ।
টুইটারে এ সংক্রান্ত একটি পোস্ট করেন রবিনা । দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি । লেখেন, "এটাই পরিষ্কার করার সঠিক সময় । স্বাগত ! এটাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সাহায্য করবে । এখান থেকে শুরু হয়ে সব সেক্টরই পরিষ্কার করা হোক । ভিতর থেকে এটাকে উপরে ফেলা হোক । কারবারী, পাচারকারী ও ব্যবহারকারী সবাইকে শাস্তি দেওয়া হোক ।"
এই পোস্ট করার সঙ্গে সঙ্গেই সেখানে কমেন্ট করতে শুরু করেন নেটিজ়েনরা । রবিনার প্রশংসা করেছেন অনেকেই । একজন লেখেন, "দেখে ভালো লাগছে যে আপনি এগিয়ে এসে বলছেন যে এটাকে পরিষ্কার করার সময় ।"