পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মা-ছেলের মিল দেখে অবাক রাজ - রাজ চক্রবর্তীর খবর

মা আর ছেলের মিল দেখে অবাক হয়ে গেছেন রাজ চক্রবর্তী । জন্মের পরমুহূর্তেই স্ত্রী শুভশ্রী আর ছেলে ইউভানের বন্ডিং দেখে মুগ্ধ পরিচালক ।

Raj chakrabarty with son yuvaan
Raj chakrabarty with son yuvaan

By

Published : Oct 12, 2020, 4:19 PM IST

কলকাতা : মা আর সন্তানের বন্ডিং বা টান সম্পর্কে সবাই শুনেছেন । তবে শোনা আর নিজে প্রত্যক্ষ করার মধ্যে তো অনেক ফারাক । পরিচালক রাজ চক্রবর্তী সদ্য সেই টানকে অনুভব করেছেন, প্রত্যক্ষ করেছেন । অবাক হয়েছেন ভীষণভাবে ।

রাজ আর শুভশ্রীর ছেলে ইউভান । মা আর বাবার বৈশিষ্ট্য নিয়েই জন্ম হয়েছে তার । তবে শুভশ্রীর সঙ্গে ইউভানের যেন বড্ড মিল । দেখে তো মুগ্ধ রাজ ।

একটি ছবি শেয়ার করেছেন তিনি সোশাল মিডিয়ায় । ছোট্ট হাত দিয়ে মায়ের আঙুল ধরে ইউভান । যেন শুভশ্রীকে আঁকড়ে রয়েছে সে ।

ছবিটি শেয়ার করে রাজ লিখেছেন, "মা-ছেলের বন্ধন । যেই মুহূর্তে ও আমাদের জীবনে এল, দেখি কত মিল দু'জনের । আমি তো মুগ্ধ ।" দেখে নিন তাঁর পোস্ট...

.

শুভশ্রীও একই ছবি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে । লিখেছেন, ইউভানই এখন তাঁর অস্তিত্বের কারণ । সত্যি, কত পালটে গেছে রাজ-শুভশ্রীর জীবন ।

ABOUT THE AUTHOR

...view details