পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ডিজিটালে নয়, হলেই মুক্তি পাবে 'রাধে' - RADHE OTT RUMOURS BASELESS

অনেক দিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল, হলে নয় ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে 'রাধে'। কিন্তু, এই জল্পনাকে পুরোপুরি ভিত্তিহীন বলে সাফ জানিয়ে দিয়েছেন নির্মাতারা । তাঁদের তরফে জানানো হয়েছে, 2021 সালের ইদে মুক্তি পেতে পারে এই ছবি । আর তার জন্য প্রস্তুতিও নেওয়া হচ্ছে ।

asd
asd

By

Published : Nov 20, 2020, 2:28 PM IST

মুম্বই : ডিজিটালে নয়, সিনেমা হলেই মুক্তি পাবে 'রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই'। আজ ছবির নির্মাতাদের তরফে একথা সাফ জানিয়ে দেওয়া হয়েছে ।

অনেক দিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল, হলে নয় ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে 'রাধে'। কিন্তু, এই জল্পনাকে পুরোপুরি ভিত্তিহীন বলে সাফ জানিয়ে দিয়েছেন নির্মাতারা । তাঁদের তরফে জানানো হয়েছে, 2021 সালের ইদে মুক্তি পেতে পারে এই ছবি । আর তার জন্য প্রস্তুতিও নেওয়া হচ্ছে ।

অক্টোবরেই শেষ হয়েছে এই ছবির শুটিং । আর একটি ভিডিয়োর মাধ্যমে একথা ঘোষণা করেন সলমান খান । ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে ।

এই ছবিতে সলমানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে দিশা পাটানি, রণদীপ হুডা ও জ্যাকি শ্রফকে । ছবিটি পরিচালনা করছেন প্রভুদেবা ।

কথা ছিল চলতি বছরের দিওয়ালিতে মুক্তি পাবে 'রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই'। কিন্তু, কোরোনা পরিস্থিতির জেরে ছবির মুক্তি পিছিয়ে যায় । আর এখন শোনা যাচ্ছে 2021-এর ইদে মুক্তি পেতে পারে এই ছবি ।

ABOUT THE AUTHOR

...view details