এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে ছবির প্রযোজক সন্দীপ এস সিং জানান যে, জনগণের দাবিতেই একসপ্তাহ এগিয়ে আনা হয়েছে। সন্দীপের কথায়, "পাবলিক ডিমান্ডে ছবিটিকে আমরা একসপ্তাহ এগিয়ে এনেছি। মানুষের থেকে এত প্রশংসা ও ভালো পাচ্ছি যে আমরা তাঁদের অপেক্ষা করাতে চাইনি বেশিদিন। এই গল্পটা ১৩০ কোটি মানুষের। এবং আমি তাঁদের অপেক্ষা করতে দেখতে পারব না।"
লোকসভা ভোটের জের, মুক্তির তারিখ বদল মোদির বায়োপিকের - boipic
ভোটের দিন ঘোষণা হয়েছে। রাজনৈতিক দলগুলি আটঘাট বেঁধে ময়দানে নেমেছে। তবে এর মাঝেই এগিয়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিকের তারিখ। ১২ এপ্রিলের বদলে এবার ছবি মুক্তি পাবে ৫ এপ্রিল। কিন্তু, হঠাৎ মুক্তির তারিখ বদল কেন ?
পোস্টার
২৩টি আলাদা ভাষায় আসতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক। মোদির চরিত্রে অভিনয় করছেন বিবেক ওবেরয়। এছাড়াও ছবিতে আছেন বমন ইরানি, যতীন কারেকার, রমাকান্ত ধ্যামা সহ আরও অনেকে।