মুম্বই : 370 ধারা প্রত্যাহারের পর অন্যান্যদের মতো গায়ক আদনান সামিকেও পড়তে হয়েছে ট্রোলের মুখে । পাকিস্তানিদের উপর নিজের রাগ প্রকাশ করলেন গায়ক । তিনি বলেন, "নিজেদের জীবন নিয়ে তাঁরা হতাশ" ।
টুইটারে একজন ব্যক্তি সামিকে প্রশ্ন করেছিল, "পাকিস্তানিদের কাছ থেকে আপনি যে এত ঘৃণা পেয়েছেন, কীভাবে সামলাবেন ?"
সামি তার প্রশ্নের উত্তরে লেখেন, "মাই ডিয়ার, ঠিক আছে; তাঁরা মূলত অসহায়, মিসগাইডেড ও নিজেদের জীবন নিয়ে হতাশ । আমি সরে আসার পর থেকে তাঁরা এগুলি আমার উপর বের করছেন ।"