পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

পাকিস্তানিরা নিজেদের জীবন নিয়ে হতাশ : আদনান সামি - Troll

ট্রোল হওয়ার পর উত্তরে গায়ক আদনান সামি বলেন, পাকিস্তানিরা নিজেদের জীবন নিয়ে হতাশ । তাঁরা অসহায়, বিপথগামী ।

আদনান সামি

By

Published : Aug 19, 2019, 1:38 PM IST

মুম্বই : 370 ধারা প্রত্যাহারের পর অন্যান্যদের মতো গায়ক আদনান সামিকেও পড়তে হয়েছে ট্রোলের মুখে । পাকিস্তানিদের উপর নিজের রাগ প্রকাশ করলেন গায়ক । তিনি বলেন, "নিজেদের জীবন নিয়ে তাঁরা হতাশ" ।

টুইটারে একজন ব্যক্তি সামিকে প্রশ্ন করেছিল, "পাকিস্তানিদের কাছ থেকে আপনি যে এত ঘৃণা পেয়েছেন, কীভাবে সামলাবেন ?"

সামি তার প্রশ্নের উত্তরে লেখেন, "মাই ডিয়ার, ঠিক আছে; তাঁরা মূলত অসহায়, মিসগাইডেড ও নিজেদের জীবন নিয়ে হতাশ । আমি সরে আসার পর থেকে তাঁরা এগুলি আমার উপর বের করছেন ।"

"আমি তাঁদের ক্ষমা করি এবং ভগবানের কাছে প্রার্থনা করি তাঁদের জীবনে উন্নতি হোক । তাঁরা আসলে আক্রান্ত । আলিঙ্গন ।"

সামি পাকিস্তানি বংশদ্ভুত হলেও তাঁর জন্ম ব্রিটেনে এবং আগে তিনি ক্যানাডার নাগরিক ছিলেন । 2016 সালে তিনি ভারতের সিটিজেনসিপ পান ।

ভারতে 'কভি তো নজ়র মিলাও' ও 'লিফ্ট করা দে' তাঁর গাওয়া জনপ্রিয় গান । বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানোর জন্যও পরিচিত সামি । তিনি বহুবার জানিয়েছেন, ভারতীয়দের থেকে যে ভালোবাসা তিনি পেয়েছেন, তা তাঁর কাছে "সবকিছু" ।

ABOUT THE AUTHOR

...view details