পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

পরিবেশ দিবসে সবাইকে সচেতন হওয়ার অনুরোধ কার্তিকের - বিশ্ব পরিবেশ দিবস

বিশ্ব পরিবেশ দিবসে সংকল্প নিলেন কার্তিক আরিয়ান । ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো বার্তা পোস্ট করে সবাইকে সচেতন হওয়ার অনুরোধ করেন তিনি ।

sdf
df

By

Published : Jun 5, 2020, 8:15 PM IST

মুম্বই : আজ বিশ্ব পরিবেশ দিবস । আর এই দিনে বিভিন্ন সংকল্প নিচ্ছেন তারকারা । বাদ যাননি কার্তিক আরিয়ানও । এই ভিডিয়ো বার্তার মাধ্যমে সবাইকে সচেতন হওয়ার অনুরোধ করেন তিনি ।

এই পরিবেশ দিবসে পৃথিবীকে সুস্থ করার দায়িত্ব নিতে সবাইকে আর্জি জানিয়েছেন ভূমি পেদনেকর । এভাবে একটি নতুন উদ্যোগ শুরু করেছেন তিনি । আর এবার এই উদ্যোগে সামিল হলেন কার্তিকও ।

আজ ইনস্টগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন কার্তিক । সেখানে তিনি বলেন, "পৃথিবীকে ঠিক রাখতে আমাদের খুব তাড়াতাড়ি এর বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে । মাস্ক, গ্লাভস ও PPE ফেলার সময় সব মানুষকে এই বিষয়ে খুব সতর্ক থাকতে হবে । এই পরিস্থিতিতে এই জিনিসগুলির ব্যবহার সবথেকে বেশি হয়েছে । আর যদি আবার আমরা এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে না দেখি তাহলে সেটা খুবই ক্ষতিকারক হয়ে দাঁড়াবে । এটা যদি আমাদের ভাইরাসের হাত থেকে বাঁচায় তাহলে এর গায়ে ভাইরাস লেগেও থাকতে পারে । তাই এইগুলিকে যেখানে সেখানে ফেলবেন না । এই বিষয়ে সবাই সতর্ক থাকুন । নয়তো পৃথিবী আমাদের থেকে এর বদলা নেবে ।"

এই ভিডিয়োর পাশাপাশি ইনস্টাগ্রামে একটি ছবিও পোস্ট করেন কার্তিক । দাড়ি ট্রিম করার পর ছবিটি তোলেন তিনি । ছবির ক্যাপশনে লেখেন, "ডাকলেই যাওয়ার কোনও দরকার নেই ।"

আসলে গতকাল এক মুখ দাড়ি নিয়ে একটি সেলফি তুলে তা পোস্ট করেছিলেন তিনি । আর সেই ছবির ক্যাপশনে লেখেন, "দাড়ি ডাকছে ।" আর আজ ট্রিম করার পর ছবি পোস্ট করে তিনি লেখেন, "ডাকলেই যাওয়ার কোনও দরকার নেই ।"

এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই সেখানে কমেন্ট করতে শুরু করেন ফ্যানরা । এই ক্যাপশনের জন্য তাঁর প্রশংসাও করেন অনেকেই ।

শেষবার 'লাভ আজ কাল 2'-তে অভিনয় করেছিলেন কার্তিক । সেখানে সারা আলি খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি । বক্স অফিসে ভালো সাফল্য পায়নি ইমতিয়াজ় আলি পরিচালিত এই ছবি । এছাড়া এখন 'ভুল ভুলাইয়া 2' ও 'দোস্তানা 2'-এর মতো ছবি রয়েছে তাঁর হাতে ।

ABOUT THE AUTHOR

...view details