মুম্বই : আজ বিশ্ব পরিবেশ দিবস । আর এই দিনে বিভিন্ন সংকল্প নিচ্ছেন তারকারা । বাদ যাননি কার্তিক আরিয়ানও । এই ভিডিয়ো বার্তার মাধ্যমে সবাইকে সচেতন হওয়ার অনুরোধ করেন তিনি ।
এই পরিবেশ দিবসে পৃথিবীকে সুস্থ করার দায়িত্ব নিতে সবাইকে আর্জি জানিয়েছেন ভূমি পেদনেকর । এভাবে একটি নতুন উদ্যোগ শুরু করেছেন তিনি । আর এবার এই উদ্যোগে সামিল হলেন কার্তিকও ।
আজ ইনস্টগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন কার্তিক । সেখানে তিনি বলেন, "পৃথিবীকে ঠিক রাখতে আমাদের খুব তাড়াতাড়ি এর বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে । মাস্ক, গ্লাভস ও PPE ফেলার সময় সব মানুষকে এই বিষয়ে খুব সতর্ক থাকতে হবে । এই পরিস্থিতিতে এই জিনিসগুলির ব্যবহার সবথেকে বেশি হয়েছে । আর যদি আবার আমরা এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে না দেখি তাহলে সেটা খুবই ক্ষতিকারক হয়ে দাঁড়াবে । এটা যদি আমাদের ভাইরাসের হাত থেকে বাঁচায় তাহলে এর গায়ে ভাইরাস লেগেও থাকতে পারে । তাই এইগুলিকে যেখানে সেখানে ফেলবেন না । এই বিষয়ে সবাই সতর্ক থাকুন । নয়তো পৃথিবী আমাদের থেকে এর বদলা নেবে ।"