মুম্বই, 24 জুন : হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক মাইলস্টোন তৈরি হয় "কোই... মিল গয়া" সিনেমার হাত ধরে । এই সিনেমার হাত ধরেই বলিউডের সুপারহিরোর খেতাব পান হৃত্বিক রোশন । বর্তমান প্রজন্ম এবং বিশেষত বাচ্চাদের মনে সাড়া জাগায় এই সিনেমা । অন্য গ্রহের প্রাণীর পৃথিবীতে পদার্পণ এবং তাঁর সঙ্গে রোহিতের বন্ধুত্ব এই নিয়ে সূত্রপাত সিনেমার । 2003 সালে মুক্তি পায় কোই...মিল গয়া । তারপর 2006 সালে কৃষ এবং 2013 সালে কৃষ 3 । পরপর তিনটি সিনেমাতেই সাফল্যতা অর্জন করেন অভিনেতা ।
আজ কৃষের জার্নির 15 বছর পূর্ণ হল । তাই নিয়েই সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করলেন হৃত্বিক রোশন । কৃষের পোশাক এবং মাস্কের ছবি দেখা গেল এই ভিডিয়োতে । কৃষের শেষ সিকুয়্যাল এসেছিল 2013 সালে । অভিনয় করেন প্রিয়াঙ্কা চোপড়া, কঙ্গনা রানাওয়াত এবং বিবেক ওবেরয় । এই সিকুয়্যালে মৃত্যু হয় রোহিত চরিত্রটির যার হাত ধরেই মূলত কৃষের সূত্রপাত । তারপর কী হবে বা গল্পে কী মোড় আসবে তা জানতে দর্শক মনে প্রচুর কৌতূহল ।