পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ব্ল্যাক বিউটি নুসরত - নুসরত জাহানের খবর

কালো পোশাকে একেবারে ঝকঝকে নুসরত জাহান । সোশাল মিডিয়ায় ঝড় তুললেন অভিনেত্রী ।

Nusrat jahan in black outfit
Nusrat jahan in black outfit

By

Published : Jul 13, 2020, 6:21 PM IST

কলকাতা : সোশাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ নুসরত জাহান । প্রতি মুহূর্তেই ব্যক্তিগত জীবনের ছবি শেয়ার করে নেটিজেনদের তাক লাগিয়ে দেন তিনি । এবার সাদা কালো ছবিতে ম্য়াজিক তৈরি করলেন অভিনেত্রী ।

ইনস্টাগ্রামে তিনটি ছবি শেয়ার করেছেন নুসরত । প্রতিটি ছবিই সাদা-কালো । তবে নুসরত যেন একেবারে রঙিন সেই সব ছবিতে ।

ক্যামেরার লেন্সে আত্মবিশ্বাসের সঙ্গে তাকিয়ে নুসরত । হালকা মেকআপ আর উশকো খুশকো চুলে একেবারে বোল্ড অভিনেত্রী । সেই সব ছবিতে ইতিমধ্যেই রাশি রাশি কমেন্ট আর লাইক পড়তে শুরু করেছে ।

ক্যাপশনে নুসরত একটি হার্ট ইমোজি দিয়েছেন । না, লাল নয়, সেই হৃদয়ের রংও কালোই ।

দেখে নিন এই অভিনেত্রী-সাংসদের পোস্ট...

বোল্ড নুসরত..

ABOUT THE AUTHOR

...view details