পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বরুণ-নাতাশার বিয়েতে উপস্থিত থাকবেন না কোনও বলি তারকা ! - varun natasha wedding updates

আলিবাগের একটি রিসর্টে সাত পাকে বাঁধা পড়বেন বরুণ ও নাতাশা । ইতিমধ্যেই আলিবাগে পৌঁছে গিয়েছেন তাঁরা ।

asd
asd

By

Published : Jan 22, 2021, 5:56 PM IST

মুম্বই : 24 জানুয়ারি ছেলেবেলার বান্ধবী নাতাশা দালালের সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন বরুণ ধাওয়ান । এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এখন জোর গুঞ্জন শুরু হয়েছে সোশাল মিডিয়ায় । সূত্রের খবর, কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এই বিয়েতে উপস্থিত অতিথিদের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে । পরিবারের সদস্যদের উপস্থিতিতেই বিয়ে সম্পন্ন হবে বলে জানা গিয়েছে ।

আলিবাগের একটি রিসর্টে সাত পাকে বাঁধা পড়বেন বরুণ ও নাতাশা । মুম্বই থেকে স্পিডবোটে আলিবাগের দূরত্ব 20 মিনিট । ইতিমধ্যেই আলিবাগে পৌঁছে গিয়েছেন দুই পরিবারের সদস্যরা । 26 জানুয়ারি পর্যন্ত সেখানেই থাকবেন তাঁরা ।

তবে শোনা যাচ্ছে, তাঁদের বিয়ের অনুষ্ঠানে কোনও বলি তারকাকেই আমন্ত্রণ জানানো হয়নি । দুই পরিবারের মোট 40 জন সদস্যই উপস্থিত থাকবেন সেখানে । এরপর 26 জানুয়ারি মুম্বইতে দুই পরিবারের তরফে বড় করে পার্টির আয়োজন করা হবে । সেখানেই বলি তারকারা উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর ।

বরুণ ও নাতাশা

আসলে বলি তারকাদের এই বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে গেলে অতিথিদের সংখ্যা ছাড়িয়ে যেত 500 । যা এই কোরোনা পরিস্থিতির মধ্যে একেবারেই সঠিক নয় । আর সেই কারণেই অতিথিদের কাটছাঁট করে শুধুমাত্র দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতেই বরুণ ও নাতাশার বিয়ে সম্পন্ন হবে বলে জানা গিয়েছে ।

যদিও বিয়ে নিয়ে কোনও মন্তব্যই করতে দেখা যায়নি বরুণ ও নাতাশাকে । যদিও সূত্রের খবর, বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার বিয়ের পরিকল্পনার দায়িত্বে থাকা কম্পানিই তাঁদের বিয়ের যাবতীয় পরিকল্পনা করছে ।

ABOUT THE AUTHOR

...view details