পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ফের অর্জুন রামপালকে তলব এনসিবির - ফের অর্জুনকে তলব এনসিবির

গত মাসের পর মাদক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আগামীকাল ফের অর্জুন রামপালকে তলব করল নারকোটিকস কন্ট্রোল বিওরো ।

asd
asd

By

Published : Dec 15, 2020, 3:42 PM IST

মুম্বই : মাদক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব করা হল অর্জুন রামপালকে । আগামীকাল তাঁকে নারকোটিস কন্ট্রোল বিওরোর (এনসিবি) অফিসে হাজিরা দিতে বলা হয়েছে ।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার তদন্তের সময় মাদক যোগের ইঙ্গিত পেয়েছিল তদন্তকারীরা । এরপরই তৎপর হয়ে তদন্ত শুরু করে এনসিবি । তদন্তের সময় উঠে আসে বলিউডের একাধিক তারকার নাম । দীপিকা পাডুকোন, রকুল প্রীত সিং, সারা আলি খান সহ একাধিক তারকাকে জিজ্ঞাসাবাদও করেছিল তদন্তকারীরা । এছাড়া গ্রেপ্তার করা হয়েছিল রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই সৌভিক, ধর্মা প্রোডাকশনের প্রাক্তন কর্মী খিতিজ প্রসাদ, কমেডিয়ান ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ সহ বেশ কয়েকজন মাদক পাচারকারীকে ।

আরও পড়ুন : জামিন পেলেন ভারতী-হর্ষ

এরপর 9 নভেম্বর সকালে অর্জুন রামপালের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল এনসিবি । কয়েক ঘণ্টা তল্লাশি চালানোর পর অর্জুন ও তাঁর গার্লফ্রেন্ড গ্যাব্রিয়েলা ডিমেট্রিয়েডসকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় । সেই মতো 11 ও 12 নভেম্বর গ্যাব্রিয়েলাকে জিজ্ঞাসাবাদ করেছিল এনসিবি । আর 13 নভেম্বর তলব করা হয়েছিল অর্জুনকে । ওই দিন টানা সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে ।

এদিকে তল্লাশি চালানোর সময় অর্জুনের বাড়ি থেকে বেশ কিছু ওষুধ উদ্ধার করেছিল এনসিবি তদন্তকারীরা । সেই বিষয়ে অর্জুন জানিয়েছিলেন, তাঁর বাড়ি থেকে যে ওষুধ পাওয়া গিয়েছিল তার প্রেসক্রিপশন তাঁর কাছেই রয়েছে । চিকিৎসকের পরামর্শ মতোই ওই ওষুধ কিনেছিলেন তিনি ।

আরও পড়ুন : মাদক মামলায় গ্রেপ্তার অর্জুন রামপালের বন্ধু

এর আগে গ্যাব্রিয়েলার ভাই অগিসিয়ালোসকে গ্রেপ্তার করেছিল এনসিবি । তার কাছ থেকে মাদক উদ্ধার করা হয়েছিল । এখনও জেলেই রয়েছেন তিনি । আর তাঁকে গ্রেপ্তারের প্রায় এক মাস পর অর্জুনের বাড়িতে তল্লাশি চালিয়েছিল তদন্তকারীরা । এরই মধ্যে আগামীকাল ফের অর্জুনকে জিজ্ঞাসাবাদ করবে এনসিবি ।

ABOUT THE AUTHOR

...view details