মুম্বই : কোরোনা নিয়ে সচেতনতা বাড়াতে মুম্বই পুলিশ ব্যবহার করছে বলিউডের বিখ্যাত ফিল্মের দৃশ্য, সংলাপ, ক্লিপিং । শুকনো কিছু সতর্কবার্তার পরিবর্তে ফিল্মি স্টাইলে তাঁদের এই ক্য়াম্পেন ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে সোশাল মিডিয়ায় । এবার 'গালি বয়' ফিল্মে আলিয়া ভাটের একটি স্টিল শট ব্যবহার করল মুম্বই পুলিশ ।
'গালি বয়' ফিল্মের আলিয়ার 'সফিনা' চরিত্রটা ছিল খুবই স্পষ্টবক্তা, পজ়েসিভ আর রগচটা । তার অপছন্দের কিছু ঘটতে দেখলেই রাগে ফেটে পড়তেন তিনি । খুব সহজ ভাবে কোনও সংকোচ ছাড়াই এর-ওর মাথায় ভেঙে দিতেন কাচের বোতল, শুনিয়ে দিতেন খারাপ কথা ।