মির্জ়াপুর : সোশাল মিডিয়ায় এখন ট্রেন্ড করছে 'মির্জ়াপুর' । কারণ দু'দিন আগেই মুক্তি পেয়েছে এই সিরিজ়ের দ্বিতীয় সিজ়ন । উত্তরপ্রদেশের মির্জ়াপুর জেলার উপর চিত্রিত এই সিরিজ়ে সেই এলাকার দুর্নীতি, অন্যায়, ক্ষমতা দখলের লড়াই, সমাজবিরোধী কার্যকলাপকে তুলে ধরা হয়েছে ।
আর এখানেই আপত্তি অফস্ক্রিন মির্জ়াপুরের আসল সাংসদ অনুপ্রিয়া প্যাটেলের (আপনা দল) । এই সিরিজ়ের মাধ্যমে মির্জ়াপুরের বদনাম করা হচ্ছে, জাতিগত বিভেদ তৈরি করার চেষ্টা চলছে...অভিযোগ তুলেছেন অনুপ্রিয়া ।