মুম্বই : 'কুইন'-এর পর কেটে গেছে ছ'বছর। এই ছ'বছরে রাজকুমার রাও আর কঙ্গনা রানাওয়াতের ক্যারিয়ারে অনেক পরিবর্তন এসেছে। দু'জনেই অনেক প্রশংসা অর্জন করেছেন, আবার বিতর্কেরও মুখোমুখি হয়েছেন। ছ'বছর পর একবার ফের রুপোলি পরদায় একসাথে রাজকুমার রাও এবং কঙ্গনা রানওয়াত। সামনে এল তাঁদের ছবি 'মেন্টাল হ্যায় কেয়া'- র মোশন পোস্টার ।
সামনে এল 'মেন্টাল হ্যায় কেয়া'-র মোশন পোস্টার - 'মেন্টাল হ্যায় কেয়া
'মেন্টাল হ্যায় কেয়া' ছবির মোশন পোস্টার প্রকাশ হল আজ। ছবিটির পরিচালনা করেছেন দক্ষিণী পরিচালক প্রকাশ কোভেলামুদি । গত বছর থেকেই এই ছবির বিভিন্ন পোস্টার মুক্তি পেয়েছে।
মোশন পোস্টার
পোস্টারটিতে দেখা যাচ্ছে চারপাশ আগুনে ঝলসে যাচ্ছে। আর তার মাঝেই রাজকুমার ও কঙ্গনা নির্লিপ্ত ভাবে বসে রয়েছেন। দু'জনের লুকেই একটা আত্মবিশ্বাস ফুটে বোরেচ্ছে। পোস্টারটির ক্যাপশনে লেখা রয়েছে, "তোমার দৃষ্টিভঙ্গিতে বদল আনার জন্য ওরা প্রস্তুত। কাউকে বিশ্বাস করবে না।"
ছবিটির সহযোগী প্রযোজক 'বালাজি মোশন পিকচার' তাদের ইনস্টাগ্রাম পেজে পোস্ট করেছে এই মোশন পোস্টারটি। দেখে নিন...