পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সারাদিন ফোন নিয়ে অর্জুন, না পসন্দ মালাইকার - arjun kapoor to use his phone

সারাদিন ফোনে ব্যস্ত থাকেন অর্জুন । আর সেটা নাকি একেবারেই পছন্দ নয় মালাইকার । সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিয়ো শেয়ার করে একথা জানান অর্জুন ।

sd
sdf

By

Published : Apr 18, 2020, 8:32 PM IST

মুম্বই : অবসর সময় পেলেই হয়তো ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন অর্জুন কাপুর । আর তাই বিষয়টি নাকি একেবারেই না পসন্দ মালাইকা অরোরার । সম্প্রতি একটি ভিডিয়ো শেয়ার করে একথা ফ্যানদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন অর্জুন ।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিয়ো শেয়ার করেন অর্জুন । সেখানে মুখে হাত দিয়ে বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে । আর তাঁর মাথার কাছে উঠছে একাধিক লেখা । একটি লেখায় এসে থেমে যায় বিষয়টি । যেখানে লেখা রয়েছে, "ফোন নিয়ে ঘাঁটা বন্ধ করো"। এই ভিডিয়োটি শেয়ার করে অর্জুন লেখেন, "আমি জানি একজন মানুষ এই লেখার সঙ্গে সহমত হবেন ।" মালাইকাকে ট্যাগ করেই এটি লেখেন তিনি ।

অর্জুনের পোস্ট করা ভিডিয়ো

কিছুদিন আগে একটি ছবি শেয়ার করেছিলেন অর্জুন । সেখানে মিষ্টি খেতে দেখা গিয়েছিল তাঁকে । যেটি বানিয়েছিলেন মালাইকা । আর মালাইকার বানানো সেই মিষ্টি তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছিলেন অর্জুন ।

অনেক দিন ধরেই একে অপরকে ডেট করছেন মালাইকা ও অর্জুন । ডিনার ডেট হোক বা কোনও পার্টি, একাধিক জায়গায় একসঙ্গে দেখাও গিয়েছে তাঁদের । এমনকী, একসঙ্গে ঘুরতেও গিয়েছেন তাঁরা । যদিও সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেনি কেউই । এ নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্যই করতে দেখা যায়নি তাঁদের ।

কাজের দিক থেকে দিবাকর ব্যানার্জির 'সন্দীপ অউর পিঙ্কি ফারার' ছবিতে কাজ করছেন অর্জুন । সেখানে পরিণীতি চোপড়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে ।

ABOUT THE AUTHOR

...view details