পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কোরোনা মোকাবিলায় এবার অনুদান মাধুরী দীক্ষিতের - মাধুরী দীক্ষিতের খবর

কোরোনা মোকাবিলায় এবার অনুদান দিলেন মাধুরী দীক্ষিত ও তাঁর স্বামী শ্রীরাম মাধব নেনে । সোশাল মিডিয়ায় ঘোষণা অভিনেত্রীর ।

madhuri dixit donates
madhuri dixit donates

By

Published : Apr 1, 2020, 3:05 PM IST

মুম্বই : কোরোনা মোকাবিলায় বলিউড সেলেব্রিটিদের তালিকায় এবার যুক্ত হল মাধুরী দীক্ষিতের নাম । স্বামী শ্রীরাম মাধব নেনের সঙ্গে যৌথভাবে তিনি টাকা তুলে দিলেন সরকারের ত্রাণ তহবিলে ।

সোশাল মিডিয়ায় খবরটি শেয়ার করেছেন মাধুরী । লিখেছেন, "মানবিকতার এই লড়াইয়ে আমাদের একে অপরের হাত ধরা উচিত । PM কেয়ার্স ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করে আমরা আমাদের কর্তব্য পালন করছি । এই লড়াই যেন আমাদের আরও মজবুত করে তোলে । লাভ, মাধুরী ও রাম ।"

বোঝা গেল যে কেন্দ্র আর রাজ্য এই দুই খাতেই দান করেছেন মাধুরী ও শ্রীরাম । তবে ঠিক কত টাকা অনুদান দিয়েছেন তা বোঝা গেল না পোস্টে ।

অক্ষয় কুমার, অনুষ্কা শর্মা, বরুণ ধাওয়ান, প্রিয়াঙ্কা চোপড়া, রাজকুমার রাও, ক্যাটরিনা কাইফের মতো অসংখ্য তারকা কোরোনার এই ফাইটে এক একটা স্তম্ভ হয়ে দাঁড়িয়েছেন । দান করেছেন নিজেদের সামর্থ্য মতো । তবে এখনও অবধি সবথেকে বেশি দান করেছেন অক্ষয় কুমার । দিয়েছেন 25 কোটি টাকা ।

তবে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান বা দীপিকা পাড়ুকোনের মতো তারকারা অনুদান দেওয়ার ব্যাপারে এখনও কিছু ঘোষণা করেননি । তার মানে এই নয় যে, তাঁরা অনুদান দেননি । কিন্তু, তাঁদের আক্রমণ করতে ছাড়ছেন না নেটিজেনরা ।

ABOUT THE AUTHOR

...view details