দিল্লি : আজ অভিনেতা সইফ আলি খানের 49 তম জন্মদিনে 'লাল কাপ্তান'-এর টিজ়ার সামনে আনলেন ছবির প্রযোজক আনন্দ এল রাই । সেইফের ফার্স্ট লুক জন্মদিনের রিটার্ন গিফ্ট হিসেবে ভক্তদের দিলেন তাঁরা ।
ফার্স্ট লুকের এই টিজ়ারটি বেশ অন্ধকার ও আকর্ষণীয় । একজন নাগা সাধুর চরিত্রে ছবিতে রয়েছেন সইফ । টিজ়ারে দেখা যাচ্ছে নিজের মুখে ছাই মাখছেন সইফ । টিজ়ারে সইফের ইনটেন্স লুক চোখে পড়ার মতো । সঙ্গে টিজ়ারের ব্যাকগ্রাউন্ড মিউজ়িক যথেষ্ট মানানসই । শোনা গেল তাঁর ভয়েসও । "হর রাম কা আপনা রাবণ, হর রাম কা আপনা দসেরা ।"
ছবির প্রযোজক আনন্দ এল রাই টিজ়ারটি টুইটারে শেয়ার করেন । ক্যাপশনে লেখেন, "রেড হ্যাজ় নেভার লুকড বেটার । শুভ জন্মদিন সইফ আলি খান । লাল কাপ্তান, 11 অক্টোবর ! পরিচালক নবদীপ সিং ।"
ছবিটির প্রথম পোস্টার মুক্তি পেয়েছিল 20 মে । এরস নাউয়ের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছিল, "রাখ সে জন্মা... রাখ হো জানে কো. লাল কাপ্তান শিকার শুরু 6 সেপ্টেম্বর ।" সইফের তাকানো, কপালে লম্বা তিলক, ছাই মাখা ভয়ঙ্কর লুক, মাথায় জটা- ঠিক নাগা সাধুদের মতো । পোস্টার থেকে টিজ়ার সব একটি শব্দই মনে করায় - সাসপেন্স ।
আগে 6 সেপ্টেম্বর মুক্তির কথা থাকলেও নভদীপ সিংয়ের পরিচালনায় 'লাল কাপ্তান' 11 অক্টোবর, দসেরাতে মুক্তি পাবে ।