মুম্বই : কৃতি ও নূপুর শ্যাননের পরিবারের এল নতুন সদস্য । তবে সেই সদস্য আসলে এক সারমেয় । দুই বোন তাকে স্বাগত জানিয়েছেন । তার ছবি তুলে সোশাল মিডিয়ায় শেয়ার করেন তাঁরা । নাম রেখেছেন 'ফোইবি শ্যানন'।
ইতিমধ্যেই কৃতির বাড়িতে একটি কুকুর রয়েছে । যার নাম 'ডিস্কো'। আর এবার নতুন সদস্যর ছবি ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে কৃতি লেখেন, "ফোইবি !! আমাদের পরিবারের নতুন সদস্য । ডিস্কো বাড়িতে এক নতুন বন্ধুকে পেল । তবে গার্লফ্রেন্ড না বোন সেটা পরে ভেবে দেখা যাবে !!"
ফোইবির সঙ্গে ছবি তুলে তা শেয়ার করেছে দুই বোন । ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেন নূপুর শ্যানন । যেখানে ফোইবিকে একটি হেয়ার ব্যান্ড নিয়ে খেলা করতে দেখা গেছে ।