নয়াদিল্লি, 9 ডিসেম্বর : সাত জন্মের জন্য একে অপরের সঙ্গে বাঁধা পড়লেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ ৷ রাজস্থানের বারওয়ারা সিক্স সেন্সেস ফোর্টে রাজকীয় অবশেষে বিয়ে সম্পন্ন হল ৷ বলিউডের এই দুই তারকা এখন থেকে স্বামী-স্ত্রী ৷ তবে বিয়ের অনুষ্ঠানে ছবি তোলা নিয়ে যতই কড়াকড়ি থাক না কেন, প্রকাশ্যে এসেই গেল ভিকি ক্যাটের বিয়ের ছবি ৷ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম বারওয়ারার দুর্গের জানালা থেকে ভিকি ক্যাটের বিয়ের ছবি ফাঁস করেছে ৷
ছবিতে দেখা যাচ্ছে লাল লেহঙ্গায় সেজেছেন বধূ ক্যাটরিনা ৷ মাথায় লাল ওড়না ৷ বরের বেশে ভিকিকেও লাগছে বেশ ৷ তাঁর মাথায় রাজকীয় মুকুট ৷ পরনে ঘিয়ে রঙের শেরওয়ানি ৷ সূত্রের খবর, আজ দুপুর নাগাদ পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের উপস্থিতিতে বিয়ে হয়েছে ভিক্যাটের ৷ সাত পাকে ঘুরেছেন দু'জনে ৷ সারাজীবন একে অপরের পাশে থাকার অঙ্গীকার নিয়েছেন ৷