মুম্বই : 2020 সালটা প্রতিটি মানুষের জন্যই খুব কঠিন হয়ে উঠেছে । কোরোনার প্রকোপ তো রয়েছেই, তার সঙ্গে আমফানের তাণ্ডব, বন্যা, ভূমিকম্প...কর্মহারা-গৃহহারা লক্ষ লক্ষ অভুক্ত মানুষের দুর্দশার অন্ত নেই । তাই 2021-এর দিকে তাকিয়ে রয়েছেন এই বছরের প্রত্যেকটা মানুষ ।
ব্যতিক্রম নন করিনা কাপুর খানও । তিনিও আগামী বছরের অপেক্ষায়, তিনিও সুদিনের অপেক্ষায় ।
ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন করিনা । সেখানে তিনি উদাস চোখে যেন দূরের দিকে তাকিয়ে রয়েছেন, কিছু একটার প্রতীক্ষায় ।