পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কারো সঙ্গে এক রাত কাটিয়েছো ? সারাকে প্রশ্ন সৎ মা করিনার - সারা আলি খানের খবর

সম্প্রতি করিনা কাপুর খানের জনপ্রিয় চ্যাট শোয়ে অতিথি হিসেবে এসেছিলেন সারা আলি খান । আর সেখানে সারাকে এমন প্রশ্নই করলেন করিনা ।

kareena kapoor khan with conversation with sara ali khan
kareena kapoor khan with conversation with sara ali khan

By

Published : Feb 7, 2020, 8:57 AM IST

মুম্বই : করিনার জনপ্রিয় চ্যাট শোয়ে এবারের অতিথি হয়ে এসেছিলেন সারা আলি খান । এই প্রজন্মের মহিলাদের চাহিদা, তাদের সমস্যা, সময়ের সঙ্গে তাদের পরিবর্তিত ভাবনা-চিন্তা সবকিছুকে তুলে ধরা হয় এই চ্যাট শোয়ে । সারার এপিসোডে শোয়ের বিষয়বস্তু ছিল আজকালকার রিলেশনশিপে একজন নারীর ভূমিকা ও চাহিদা কতটা বদলেছে ।

শোয়ের পর..

সেই প্রসঙ্গে কথা বলতে বলতে করিনা সারাকে প্রশ্ন করেন যে, "এক রাত কাটিয়েছো কারো সঙ্গে ?" প্রশ্নটি করার আগে বেশ দ্বিধার মধ্যে ছিলেন করিনা, বারবার বলছিলেন, "আমি জানি না এই প্রশ্নটা আমার করা উচিত কিনা । তবে আমরা একটা আধুনিক পরিবারে বসবাস করি, তুমি কারো সঙ্গে ওয়ান নাইট স্ট্যান্ড করেছো ?"

করিনার অস্বস্তি হলেও, সারা একেবারে সাবলীল ভাবে উত্তর দেন, "না, কখনও নয়..." সারার এই উত্তরে অনেকটা নিশ্চিন্ত হন করিনা, বলেন, "উফ...শান্তি!"

করিনা সারাকে এই প্রশ্নও করেন যে, "তুমি কাউকে নটি (দুষ্টু) টেক্সট করেছো ?" বলেই বলেন, "আশা করি এই শো'টা তোমার বাবা দেখছে না..." এবারও সারা একটুই ইতস্তত বোধ না করে বলেন, "হ্যাঁ করেছি । বাবাকে বললেও অসুবিধা নেই, বাবা হয়তো এই এপিসোডটা দেখছে ।"

করিনার সঙ্গে সারার একটা সুন্দর সম্পর্ক দেখে মুগ্ধ নেটিজেনরা । খুব অল্প সময়ের মধ্যেই সোশাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সারা-করিনার এই চ্যাট শো ।

ABOUT THE AUTHOR

...view details