মুম্বই : প্রেগনেন্ট করিনা কাপুর । দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন তিনি । ইনস্টাগ্রামে শেয়ার করা সাম্প্রতিক ছবিতে আলগা ভাবে দেখা গেল করিনার বেবি বাম্প ।
যদিও ছবিটি তোলা হয়েছে অন্য কারণে । কোরোনা পরবর্তী পরিস্থিতিতে শুটে ফিরে কীভাবে সতর্কতা মেনে কাজ হচ্ছে সেটাই দেখাতে চেয়েছিলেন করিনা । তবে নেটিজেনদের নজরে পড়ে গেল অভিনেত্রীর বেবি বাম্প ।
খুব একটা স্পষ্ট বোঝা না গেলেও, একটা আভাস পাওয়া গেল ঠিকই । করিনা লিখেছেন, "শুটিংয়ে আর একটা দিন । আমার যোদ্ধাদের সঙ্গে..." নিজের মেকআপ আর্টিস্টদের "যোদ্ধা" বলে মনে করছেন করিনা ।
দেখে নিন তাঁর পোস্ট
এদিকে সইফ আজ একটি নতুন খবর শুনিয়েছেন । করিনা সন্তান ডেলিভারি করবেন, আর সইফ তাঁর আত্মজীবনী । সইফের লেখা আত্মজীবনী প্রকাশ করবে হারপার কোলিনস পাবলিশার্স ইন্ডিয়া ।