মুম্বই : করণ জোহর পরিচালিত সমস্ত ছবিতেই প্রেম, বন্ধুত্ব, সম্পর্কের টানাপোড়েন জায়গা করে নিয়েছে । তবে 'তখত'-এর মাধ্যমে তিনি একটি ঐতিহাসিক ছবি পরিচালনার স্বপ্ন দেখেছিলেন । শোনা যাচ্ছে ছবিটি নাকি বন্ধ হয়ে গেছে ।
মুঘল রাজা ঔরঙ্গজেব ও তাঁর ভাই দারা শিকোকে নিয়ে তৈরি হওয়ার কথা ছিল 'তখত' । দুই ভাইয়ের যুদ্ধ, সিংহাসন দখলের লড়াইকেই ছবিতে ফুটিয়ে তুলবেন ভেবেছিলেন করণ ।
নানা কারণেই বন্ধ হচ্ছে এই প্রজেক্ট । তবে মূল কারণ নাকি বাজেট । ছবিটি বানানোর জন্য 250-300 কোটি টাকার বাজেট স্থির করে এগোচ্ছিলেন করণ । তবে কোরোনা পরবর্তী সময়ে এত বড় স্কেলে ছবি তৈরির রিস্ক নেওয়া বোকামি । তাই প্রজেক্টটি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন করণ ও তাঁর প্রযোজনা সংস্থা 'ধর্ম প্রোডাকশন' ।
তবে 'ধর্ম প্রোডাকশন'-এর পাইপলাইনে অনেকগুলো ছবি রয়েছে এখন । তার মধ্যে অন্যতম 'ব্রহ্মাস্ত্র', 'শেরশাহ', 'দোস্তানা 2', 'যুগ যুগ জিও'-র মতো বিগ বাজেট ফিল্ম ।