পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বার্গার খেলেই মোটা হয়ে যাবেন করণ, বাধা দিল যশ-রুহি - করণ জোহরের খবর

বার্গার খেলেই মোটা হয়ে যাবে বাবা করণ জোহর । আর তাই বাবাকে জাঙ্ক ফুড খেতে নিষধ করল ছেলে যশ আর মেয়ে রুহি ।

Karan johar's kids dont want him to eat burger
Karan johar's kids dont want him to eat burger

By

Published : Apr 21, 2020, 11:53 PM IST

মুম্বই : বাবা করণকে কড়া ডায়েটে রেখেছে যশ আর রুহি । এমনিতে স্বাস্থ্য সচেতন করণ । তবে একবার চিট মিলের কথা ভাবলেই শাসন ছেলে-মেয়ের । করণের সাম্প্রতিক ভিডিয়ো তো সেই কথাই বলছে ।

ব্রেকফাস্টটা একসঙ্গেই করেন জোহর পরিবার । করণের মা, করণ আর যশ-রুহি । আজ মেনুতে ছিল মিনি বার্গার । দেখেই খুশি হয়ে যান করণ । উচ্ছ্বসিত হয়ে বলেন, "আরে আজ আমরা বার্গার খাব যশ-রুহি ?"

উত্তরে ছেলে বলে, "না, তুমি মোটা হয়ে যাবে"। ছেলের মুখে এই কথা শুনে ফের অপ্রস্তুত করণ । বলেন, "আমি মোটা হয়ে যাব ? তুমি কি মা-কেও এই কথাটাই বলবে ?"

উত্তরে যশ বলে, "না, বাবা মোটা হয়ে যাবে"..পরিস্থিতি সামলাতে করণ বলেন, "মা-ও হেলদি, বাবা-ও হেলদি, কেউ মোটা হবে না..." তখন রুহি ব্যস্ত চিপস খেতে । বাবার বার্গার খাওয়া নিয়ে সে কোনও মন্তব্য করতে চায় না ।

শেষমেষ যদিও করণ বার্গার খেতে পারলেন কিনা সেটা বোঝা গেল না, তবে মজার সেই ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় । দেখে নিন..

ABOUT THE AUTHOR

...view details