মুম্বই : লকডাউনের সময় মাঝেমধ্যেই বাচ্চাদের ভিডিয়ো শেয়ার করে নেটিজেনদের মজা দিতেন করণ জোহর । তবে মাঝে নানা কারণে তা বন্ধ করতে বাধ্য হন তিনি । আজ ছেলে যশ আর মেয়ে রুহির চার বছরের জন্মদিন । বহুদিন পর তাই তাদের একটি ভিডিয়ো শেয়ার করলেন করণ ।
করণকে অপদস্ত করতে জুড়ি মেলা ভার যশ-রুহির । বাবার ফ্য়াশন সেন্স নেই, বাবা মোটা, বাবা খারাপ গান করে...এই ধরনের বহু অস্বস্তিকর অভিযোগে করণকে বিদ্ধ করে দুই খুদে । আজকের ভিডিয়োতেই ব্যতিক্রম হল না ।
সবার সামনে যশ-রুহি বলে উঠল, "তোমার পোশাকগুলো বড্ড চকচকে আর বিচ্ছিরি !" ফের শকড করণ । এমনিতেই তাঁর ফ্যাশন সেন্স নিয়ে অনেকে অনেক সমালোচনা করেন । এবার ছেলে-মেয়ের থেকেও সেম অভিযোগ শুনে মর্মাহত পরিচালক-প্রযোজক ।