পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সুশান্ত-ঝড় স্তিমিত, ফের বাচ্চাদের ভিডিয়ো পোস্ট করলেন করণ - করণ জোহরের খবর

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর করণ জোহর এক কথায় কোণঠাসা হয়ে গেছিলেন । রিয়েল লাইফের সঙ্গে সোশাল মিডিয়াতেও আক্রমণ চলতে থাকে তাঁর উপর । এখন সুশান্ত-ঝড় স্তিমিত । তাই আরও একবার ছেলে যশ আর মেয়ে রুহির ভিডিয়ো পোস্ট করলেন করণ ।

Karan Johar kid
Karan Johar kid

By

Published : Feb 7, 2021, 5:51 PM IST

মুম্বই : লকডাউনের সময় মাঝেমধ্যেই বাচ্চাদের ভিডিয়ো শেয়ার করে নেটিজেনদের মজা দিতেন করণ জোহর । তবে মাঝে নানা কারণে তা বন্ধ করতে বাধ্য হন তিনি । আজ ছেলে যশ আর মেয়ে রুহির চার বছরের জন্মদিন । বহুদিন পর তাই তাদের একটি ভিডিয়ো শেয়ার করলেন করণ ।

করণকে অপদস্ত করতে জুড়ি মেলা ভার যশ-রুহির । বাবার ফ্য়াশন সেন্স নেই, বাবা মোটা, বাবা খারাপ গান করে...এই ধরনের বহু অস্বস্তিকর অভিযোগে করণকে বিদ্ধ করে দুই খুদে । আজকের ভিডিয়োতেই ব্যতিক্রম হল না ।

সবার সামনে যশ-রুহি বলে উঠল, "তোমার পোশাকগুলো বড্ড চকচকে আর বিচ্ছিরি !" ফের শকড করণ । এমনিতেই তাঁর ফ্যাশন সেন্স নিয়ে অনেকে অনেক সমালোচনা করেন । এবার ছেলে-মেয়ের থেকেও সেম অভিযোগ শুনে মর্মাহত পরিচালক-প্রযোজক ।

দেখে নিন ভিডিয়ো...

সুশান্তের মৃত্যুর পর করণ জোহরকে বলিউডের 'বিগ ব্যাড ড্যাডি'-র তকমা দেওয়া হয় । নেপোটিজ়মের ধ্বজাধারী হিসেবে অভিযুক্ত করা হয় তাঁকে । সুশান্তের ক্যারিয়ারকে নষ্ট করার অভিযোগও ওঠে করণের বিরুদ্ধে ।

তবে করণের প্রতি এই ক্ষোভ তাঁর সন্তানদের উপরেও পড়তে শুরু করে । যশ-রুহিকে ধর্ষণের হুমকি দিতে থাকে নামহীন অমানবিক ট্রোলাররা । তারপরেই করণ সোশাল মিডিয়া পোস্ট করা কার্যত বন্ধ করে দেন । একটু করে স্বাভাবিক ছন্দে ফিরছেন মিস্টার জোহর ।

ABOUT THE AUTHOR

...view details