পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

24 ঘণ্টার মধ্যে NCB-কে জবাব দিলেন করণ - করণ জোহরের খবর

24 ঘণ্টার মধ্যে NCB-কে জবাব দিলেন করণ জোহর । গত বছর তাঁর বাড়ির পার্টিতে কোনও মাদক সেবন করা হয়নি বলে জানিয়েছেন তিনি । জমা দিয়েছেন যাবতীয় তথ্যপ্রমাণও ।

karan johar denies drug consumption
karan johar denies drug consumption

By

Published : Dec 18, 2020, 8:21 PM IST

মুম্বই : 2019 সালে করণ জোহরের বাড়িতে আয়োজিত একটি পার্টিতে মাদক সেবনের অভিযোগ উঠেছিল । তাঁর বিরুদ্ধে FIR-ও দায়ের করা হয় । এই পার্টি সংক্রান্ত সমস্ত তথ্য জানতে চেয়ে করণকে নোটিশ পাঠিয়েছিল নারকোটিক্স কন্ট্রোল বিওরো বা NCB । 24 ঘণ্টার মধ্যেই জবাব দিলেন জোহর ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে, ওই পার্টিতে কোনও মাদক সেবনের অভিযোগ উড়িয়েছেন করণ । শোনা গেছে, আইনজীবী মারফত নিজের বক্তব্য জানানোর পাশাপাশি একটি চিঠি ও পেনড্রাইভও জমা দিয়েছেন তিনি ।

গত বছর করণের বাড়িতে আয়োজিত একটি পার্টির ভিডিয়ো ভাইরাল হয় সোশাল মিডিয়াতে । করণ নিজেই শেয়ার করেছিলেন ভিডিয়োটি । সেই পার্টিতে ড্রাগ ব্যবহারের অভিযোগ তুলেছিলেন শিরোমণি অকালি দলের বিধায়ক মঞ্জিন্দর সিং সিরসা । তিনি একটি FIR দায়ের করেন । তবে বিভিন্ন কারণে বিষয়টি ধামা চাপা পড়ে গেছিল ।

সুশান্ত সিং রাজপুতের মামলার তদন্ত করতে গিয়ে ফের একবার লাইমলাইটে আসে করণ আয়োজিত সেই 'ড্রাগ পার্টি' । এই বছরের সেপ্টেম্বর মাসেই ভাইরাল ভিডিয়োটির ফরেন্সিক রিপোর্ট আসে NCB-র হাতে । এরপর থেকেই ভিডিয়ো নিয়ে ফের সক্রিয় ওয়ে ওঠে NCB ।

এই সেই ভিডিয়ো..

করণের জবাব শুনে ও তথ্যপ্রমাণ যাচাই করে NCB কী পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার ।

ABOUT THE AUTHOR

...view details