মুম্বই : বনি কাপুরের পর এবার করণ জোহর । বনি কাপুরের বাড়ির মোট তিনজন জন পরিচারক কোরোনায় আক্রান্ত হয়েছিলেন গত সপ্তাহে । আর এবার করণের বাড়ির দুই পরিচারক একই রোগে সংক্রমিত হলেন । করণ কী বললেন ?
একটি অফিশিয়াল বিবৃতি দিয়ে প্রযোজক বললেন, "আমি সবাইকে জানাতে চাই যে, আমার বাড়ির দুই কর্মচারী কোরোনা আক্রান্ত হয়েছেন । যখনই লক্ষণ দেখা দিতে শুরু করেছে, ওঁদের বাড়ির একটা অন্য অংশে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে । BMC-কে সঙ্গে সঙ্গে জানানো হয়েছে এবং পুরো বাড়িকে বাষ্পশোধন ও স্টেরিলাইজ় করা হয়েছে ।"