পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কোরোনায় আক্রান্ত করণের দুই পরিচারক - karan johar household

কোরোনায় আক্রান্ত করণ জোহরের বাড়ির দুই কর্মচারী । যদিও করণ ও তাঁর পরিবারের রিপোর্ট নেগেটিভ এসেছে । IANS-কে একটি বিবৃতি দিলেন প্রযোজক-পরিচালক ।

কোরোনা আক্রান্ত করণ জোহরের কর্মচারী
কোরোনা আক্রান্ত করণ জোহরের কর্মচারী

By

Published : May 25, 2020, 11:56 PM IST

মুম্বই : বনি কাপুরের পর এবার করণ জোহর । বনি কাপুরের বাড়ির মোট তিনজন জন পরিচারক কোরোনায় আক্রান্ত হয়েছিলেন গত সপ্তাহে । আর এবার করণের বাড়ির দুই পরিচারক একই রোগে সংক্রমিত হলেন । করণ কী বললেন ?

একটি অফিশিয়াল বিবৃতি দিয়ে প্রযোজক বললেন, "আমি সবাইকে জানাতে চাই যে, আমার বাড়ির দুই কর্মচারী কোরোনা আক্রান্ত হয়েছেন । যখনই লক্ষণ দেখা দিতে শুরু করেছে, ওঁদের বাড়ির একটা অন্য অংশে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে । BMC-কে সঙ্গে সঙ্গে জানানো হয়েছে এবং পুরো বাড়িকে বাষ্পশোধন ও স্টেরিলাইজ় করা হয়েছে ।"

তিনি আরও জানিয়েছেন, "বাড়ির সদস্য ও অন্য কর্মচারীরা একদম ঠিক আছে । আমাদের লালা পরীক্ষা করা হয়েছে, রিপোর্ট নেগেটিভ এসেছে । কিন্তু তাও আমরা 14 দিনের কোয়ারেন্টাইনে থাকব ।"

যাবতীয় সতর্কতা অবলম্বন করে নিজেদের ও বাকিদের সুরক্ষিত রাখবেন করণ, জানিয়েছেন বিবৃতিতে । বাড়িতে থেকে এই জীবাণুকে বধ করতে বদ্ধপরিকর তিনি ।

ABOUT THE AUTHOR

...view details