পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নিজের ফ্ল্যাটে অনিল-নীতু-কিয়ারার সঙ্গে পার্টিতে ব্যস্ত করণ ? - করণ জোহরের খবর

শুক্রবার অর্থাৎ 7 অগাস্ট রাতে নাকি করণ জোহরের অ্যাপার্টমেন্টে হাজির হয়েছিলেন অনিল কাপুর, নীতু কাপুর এবং কিয়ারা আদবানী । তাহলে কি সুশান্ত বিতর্কের মাঝেই হাউজ় পার্টিতে মাতলেন করণ ? সোশাল মিডিয়ায় ভাইরাল ছবি ।

Karan johar house party with neetu kapoor and Anil kapoor
Karan johar house party with neetu kapoor and Anil kapoor

By

Published : Aug 8, 2020, 7:32 PM IST

Updated : Aug 8, 2020, 7:52 PM IST

মুম্বই : সুশান্তের মৃত্যুর পর করণ জোহরের বিরুদ্ধে উঠেছে একের পর এক অভিযোগ । জুটেছে 'মুভি মাফিয়া' তকমা । তাঁর ধর্ম প্রোডাকশনকে ব্যান করা হয়েছে, বন্ধ করা হয়েছে তাঁর শো 'কফি উইথ করণ' । এই সব মিলে নাকি একেবারে ভেঙে পড়েছিলেন প্রযোজক । কিন্তু, তারই মধ্যে বাড়িতে পার্টির আয়োজন করলেন করণ ?

অনিল কাপুর, নীতু কাপুর এবং কিয়ারা আদবানীকে শুক্রবার অর্থাৎ 7 অগাস্ট রাতে দেখা গেল করণের মুম্বইয়ের বাড়ি ঢুকতে । গাড়ির ভিতর মাস্ক পরিহিত অবস্থায় তাঁদের ক্যামেরাবন্দী করলেন পাপারাৎজ়িরা ।

কিন্তু কী কারণে এই পার্টি ? সেটা স্পষ্ট নয় । তাহলে কি একটু একটু করে স্বাভাবিক অবস্থায় ফিরছেন করণ ? প্রশ্ন নেটিজেনদের । দেখে নিন ছবি ।

সুশান্তের মৃত্যুর পর সোশাল মিডিয়াতেও একেবারে চুপ মেরে গেছেন করণ । কোনও পোস্ট করেননি 14 জুনের পর থেকে । আনফলো করেছেন অজস্র সেলেব্রিটিদের । বন্ধ করে দিয়েছেন কমেন্ট সেকশন । তবে নীতু কাপুরের জন্মদিনের পার্টিতে তাঁকে দেখা গেছিল ।

Last Updated : Aug 8, 2020, 7:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details