পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সুশান্তের মৃত্যুর পর কেঁদেই চলেছেন করণ ! - করণ জোহরের খবর

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর একের পর এক অভিযোগের তীর ধেয়ে আসছে করণের দিকে । একাধিক FIR দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে । আর এসব নিয়ে বিধ্বস্ত 'ধর্ম প্রোডাকশন'-এর প্রযোজক ।

sushant singh rajput's death affected karan johar
sushant singh rajput's death affected karan johar

By

Published : Jul 8, 2020, 10:27 AM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জন্য পরোক্ষভাবে দায়ি করা হচ্ছে করণ জোহরকে । শুধু সুশান্ত নয়, বলিউড আউটসাইডারদের অপমান করে তাঁদের মনোবল ভেঙে দেন করণ, অভিযোগ উঠেছে এমনও । বলিউডের 'মুভি মাফিয়া'-র তকমা জুটেছে তাঁর । এই সব মিলিয়ে বিধ্বস্ত প্রযোজক ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে করণের ব্যাপারে অনেক কথা জানালেন তাঁর এক ঘনিষ্ঠ বন্ধু । তিনি জানিয়েছেন যে, সুশান্তের মৃত্যুর পর মানসিক ভাবে ভেঙে পড়েছেন প্রযোজক । তাঁর বিরুদ্ধে ওঠা একরাশ অভিযোগ যেন মেনে নিতে পারছেন না তিনি ।

করণের সেই বন্ধু জানিয়েছেন, "করণের কাছের মানুষদের আক্রমণ করা হচ্ছে । সোশাল মিডিয়ায় তাঁদের তুমুল সমালোচনা করা হচ্ছে । আর এটা নিয়ে বেশ গিল্ট কাজ করছে করণের মধ্যে । ওঁর তিন বছরের জমজ সন্তানদেরও মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে ।"

তিনি আরও বলেন, "অনন্যা পাণ্ডে, যাঁর সঙ্গে সুশান্তের কোনও যোগ ছিল না, তাঁকে পর্যন্ত আত্মহত্যা করার কথা বলা হচ্ছে । সেটা নাকি সুশান্তের মৃত্যুর ক্ষতিপূরণ ।"

.

করণ কি কোনও স্টেটমেন্ট দেবেন নিজের পক্ষে ? এই প্রসঙ্গে তাঁর বন্ধু বললেন, "একেবারেই নয় । ওঁর আইনজীবী জানিয়েছেন যে, এখন চুপ করে থাকাই ভালো । আর করণ কথা বলার মতো অবস্থাতেই নেই । ও পুরো ভেঙে পড়েছে, শুধু কেঁদে চলেছে । বলছে এগুলো কি ওঁর প্রাপ্য ?"

বিহারের মুজ়ফ্ফরপুরে করণ সহ আরও আট জনের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে । সুশান্তের মৃত্যুর পর একবারের জন্যেও দেখা যায়নি করণকে । সোশাল মিডিয়াতেও একেবারে চুপ তিনি । করণের ইনস্টাগ্রামে গেলে দেখা যাবে সুশান্তের মৃত্যুতে 14 জুন শোকপ্রকাশ করেছিলেন তিনি, তারপর থেকে একটিও পোস্ট নেই আর ।

ABOUT THE AUTHOR

...view details