মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জন্য পরোক্ষভাবে দায়ি করা হচ্ছে করণ জোহরকে । শুধু সুশান্ত নয়, বলিউড আউটসাইডারদের অপমান করে তাঁদের মনোবল ভেঙে দেন করণ, অভিযোগ উঠেছে এমনও । বলিউডের 'মুভি মাফিয়া'-র তকমা জুটেছে তাঁর । এই সব মিলিয়ে বিধ্বস্ত প্রযোজক ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে করণের ব্যাপারে অনেক কথা জানালেন তাঁর এক ঘনিষ্ঠ বন্ধু । তিনি জানিয়েছেন যে, সুশান্তের মৃত্যুর পর মানসিক ভাবে ভেঙে পড়েছেন প্রযোজক । তাঁর বিরুদ্ধে ওঠা একরাশ অভিযোগ যেন মেনে নিতে পারছেন না তিনি ।
করণের সেই বন্ধু জানিয়েছেন, "করণের কাছের মানুষদের আক্রমণ করা হচ্ছে । সোশাল মিডিয়ায় তাঁদের তুমুল সমালোচনা করা হচ্ছে । আর এটা নিয়ে বেশ গিল্ট কাজ করছে করণের মধ্যে । ওঁর তিন বছরের জমজ সন্তানদেরও মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে ।"