পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মাদক মামলায় করণকে সমন পাঠাল NCB - করণ জোহরের খবর

মাদক মামলায় করণ জোহরকে সমন পাঠাল নারকোটিক্স কন্ট্রোল বিওরো বা NCB ।

Karan Johar gets summon from NCB
Karan Johar gets summon from NCB

By

Published : Dec 17, 2020, 8:53 PM IST

Updated : Dec 17, 2020, 9:10 PM IST

মুম্বই : মাদক মামলায় নতুন মোড় । প্রযোজক-পরিচালক ও বলিউডের অন্যতম প্রভাবশালী করণ জোহরকে সমন পাঠাল NCB । বলিউডের ড্রাগ চক্রে একাধিকবার করণের নাম জড়িয়েছে । নিজের বাড়িতে ড্রাগ পার্টি করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে । এসব নিয়ে করণকে জিজ্ঞাসাবাদ করবে NCB ।

গত বছর করণের বাড়িতে আয়োজিত একটি পার্টিতে ড্রাগ ব্যবহারের অভিযোগ তুলেছিলেন শিরোমণি অকালি দলের বিধায়ক মঞ্জিন্দর সিং সিরসা । তিনি একটি FIR দায়ের করেন । তবে বিভিন্ন কারণে বিষয়টি ধামা চাপা পড়ে গেছিল ।

সুশান্ত সিং রাজপুতের মামলার তদন্ত করতে গিয়ে ফের একবার লাইমলাইটে আসে করণ আয়োজিত সেই 'ড্রাগ পার্টি' । সোশাল মিডিয়ায় সেই সময় পার্টির একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল । দীপিকা পাড়ুকোন, রণবীর কাপুর, ভিকি কৌশল, বরুণ ধাওয়ান, মালাইকা আরোরা, অর্জুন কাপুর, জ়োয়া আখতারের মতো বলিউড এ-লিস্টারদের দেখা গেছিল সেই পার্টিতে । তাঁদের চোখমুখ দেখে আন্দাজ করা হয়েছিল যে, মাদক সেবন করেছিলেন তাঁরা ।

তবে করণ পুরো বিষয়টি অস্বীকার করেছিলেন । বলেছিলেন সেই পার্টিতে কেউ ড্রাগ নেয়নি । তাঁর এই স্বীকারোক্তিকেই একবার যাচাই করে দেখবে NCB । আত্মপক্ষ সমর্থনের জন্য যাবতীয় প্রমাণ, ডকুমেন্ট, কাগজপত্র বা ভিডিয়ো বিওরোর হাতে তুলে দিতে বলা হয়েছে করণকে ।

ANI-এর অফিশিয়াল পেজ থেকে টুইট করে জানানো হয়েছে খবরটি । দেখে নিন..

Last Updated : Dec 17, 2020, 9:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details