মুম্বই : শিবসেনা দলের সঙ্গে কঙ্গনা রানাওয়াতের লড়াই জারি । একে অপরকে প্রতি মুহূর্তে আক্রমণ করে চলেছে দুই পক্ষ । আর সেই লড়াইকে কেন্দ্র করে সোশাল মিডিয়ায় মিম, জোক, ঠাট্টা-রসিকতার ছড়াছড়ি ।
টুইটারের একটি পেজ থেকে শেয়ার করা হয়েছে একটি তেমনই একটা জোক । লেখা হয়েছে, "ফেসবুক লঞ্চ করল নতুন ক্যাম্পেন, 'Mark Yourself Safe From Shivsena Goons'..." নেহাত মজার ছলেই করা এই পোস্ট ।
তবে কঙ্গনা সেই মজা বুঝতে না পেরে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে পালটা পোস্ট করেন । লেখেন, "ফেসবুককে ধন্যবাদ । একটি গণতান্ত্রিক দেশে মতপ্রকাশের স্বাধীনতাকে রক্ষা করা উচিত । কোভিড-19-এর মতো সনিয়া সেনার হাত থেকেও নিজেদের বাঁচাতে হবে আমাদের ।"
কঙ্গনার এই পোস্ট দেখে হেসে গড়াগড়ি খাচ্ছে নেটিজেনরা । কেউ বলছেন, "উনি কি আদৌ জানেন রসিকতা কাকে বলে ?" তো কেউ বলছেন, "আপনি কি সিরিয়াসলি এই কথাগুলো লিখেছেন ?", আবার কারও মতে, "আমার মনে হয় উনি কিছু বোঝেন না ।"
সম্প্রতি মুম্বই থেকে মানালি ফিরেছেন কঙ্গনা । তবে সেখানে গিয়েও মহারাষ্ট্র তাঁর ভিতর থেকে বেরোয়নি, কঙ্গনার প্রতি টুইটেই মহারাষ্ট্র সরকারের বিরোধীতা ।