পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"তোমাকেও চড় মারতে পারি আমি", বাবাকে এ কী বললেন কঙ্গনা ! - কঙ্গনা রানাওয়াতের খবর

ঘটনাটি বেশ কয়েকবছর আগেকার । কঙ্গনা তখন ছোটো । বাবার শাসন সহ্য করতে না পেরে এটাই বলেছিলেন অভিনেত্রী । যদিও পরে বুঝতে পেরেছিলেন যে, কথাটা বলা তাঁর ঠিক হয়নি ।

kangana ranaut slap father
kangana ranaut slap father

By

Published : Feb 21, 2021, 1:06 PM IST

মুম্বই : ছোটো থেকেই কতটা জেদি আর সাহসী ছিলেন, তা বোঝানোর জন্য টুইটারে বেশ কয়েকটি পোস্ট করেছেন কঙ্গনা রানাওয়াত । নিজের বাবার বিরুদ্ধে লড়াই করে 15 বছর বয়সে বাড়ি ছেড়েছিলেন অভিনেত্রী । শুধু তাই নয়, বাবার অন্যায় অত্যাচার সহ্য করতে না পেরে, বাবাকে চড়ও মারতে গেছিলেন কঙ্গনা ।

নিজেকে গরম রক্তের ক্ষত্রিয় নারী বলে ভাবতে পছন্দ করেন কঙ্গনা । তাঁর সোশাল মিডিয়া পোস্টগুলোতে 'কেটে ফেলা, মেরে ফেলা' ছাড়া কোনও কথা থাকে না । সত্যি কথা বলার নামে নিজের মত অন্য লোকের উপর চাপিয়ে দিয়ে হিংসা ছড়াতে জুড়ি মেলা ভার কঙ্গনার । তবে ছোটো থেকেই তিনি এমন, নিজেই লিখলেন অভিনেত্রী ।

কঙ্গনার বাবা চেয়েছিলেন যে, তিনি বড় হয়ে ডাক্তার হন । এদিকে কঙ্গনার অভিনেত্রী হওয়ার শখ । এই নিয়ে বাবার সঙ্গে নিত্য অশান্তি হত তাঁর । একদিন বাবা মারতে এলে, কঙ্গনা বাবার হাত আটকে বলে ওঠেন, "তুমি আমায় মারলে, আমিও তোমায় চড় মারতে পারি..."

সেদিন থেকেই বাবার সঙ্গে সম্পর্কটা বদলে যায় তাঁর । তিনি বুঝতে পারেন যে, সীমা লঙ্ঘন করে ফেলেছেন । তবে কঙ্গনা এটাও উপলব্ধি করেন যে, "নিজের ইচ্ছেমতো চলতে আমি যা খুশি করতে পারি..কেউ আমায় খাঁচায় আটকে রাখতে পারবে না ।"

দেখে নিন কঙ্গনার স্বীকারোক্তি..

ABOUT THE AUTHOR

...view details