পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'এমন নারীবাদী যে ধর্ষকদের সমর্থন করে', তাপসীকে বিঁধলেন কঙ্গনা - কঙ্গনা রানাওয়াতের খবর

তাপসী পান্নুর বাড়িতে আয়কর দফতর হানা দেওয়ার পর থেকেই সোশাল মিডিয়ায় সরব কঙ্গনা রানাওয়াত । আর আজ তাপসী নিজেকে 'নট সো সস্তি' বলার পর কি মুখ বুজে থাকবেন কঙ্গনা ? মোটেই নয় । বরং তিনি আরও নোংরা ভাষায় বিঁধলেন তাপসীকে ।

Kangana ranaut slammed taapsee pannu
Kangana ranaut slammed taapsee pannu

By

Published : Mar 6, 2021, 1:12 PM IST

মুম্বই : তাপসী পান্নুকে নিজের সস্তা কপি মনে করেন কঙ্গনা । তবে বাড়িতে আয়কর দফতর হানা দেওয়ার পর মজার ছলে নিজেকে 'নট সো সস্তি', অর্থাৎ আর তিনি সস্তা নন বলে দাবি করেছেন তাপসী । এই অবস্থায় কঙ্গনা কি চুপ করে থাকবেন ?

তিনি তাপসীর টুইটার প্রোফাইলে ঢুকে উত্তর দিয়ে এসেছেন । কী লিখেছেন মিস রানাওয়াত ?

কঙ্গনা লিখেছেন, 'তুমি সবসময় সস্তা কপিই থাকবে । কারণ তুমি এমন নারীবাদী যে ধর্ষকদের সমর্থন করে । তোমার রিং মাস্টার অনুরাগ কাশ্যপের বাড়িতে এর আগেও ট্যাক্স চুরির জন্য রেড পড়েছে ।'

সৌজন্যে টুইটার..

পোস্টের শেষে তাপসীকে কোর্টে যাওয়ার পরামর্শ দিয়েছেন কঙ্গনা । যদি তিনি নির্দোষ হন, তাহলে কোর্টে গিয়ে সরকারের বিরুদ্ধে লড়াই করা উচিত তাপসীর...মত পদ্মশ্রী প্রাপ্ত অভিনেত্রী রানাওয়াতের ।

ABOUT THE AUTHOR

...view details