মুম্বই : সুশান্তের মৃত্যুকে হাতিয়ার করে কঙ্গনা নিজে লাইমলাইটে আসার চেষ্টা করছেন, তিনি নিজের স্বার্থ চরিতার্থ করতে লড়াই করছেন, এমন অভিযোগ উঠছিল বেশ কয়েকদিন ধরে । কঙ্গনা নিজেই একথা স্বীকার করে নিলেন একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে । তবে তিনি এটাও বললেন যে, নিজের জন্য লড়ছেন বটে, তবে উপকার হবে সবার ।
কঙ্গনা বলেন, "আমি আজ এটা পরিষ্কার করে দিতে চাই যে, আমি নিজের জন্য লড়াই করছি । কারণ আমি নিজের জন্য লড়াই করলে অনেক মানুষ তার থেকে অনুপ্রেরণা পাবেন ।"