পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সুশান্ত নয়,"নিজের জন্য লড়ছি"..পরিষ্কার করে দিলেন কঙ্গনা - কঙ্গনা রানাওয়াতের খবর

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু, বলিউডের মাদক চক্র, মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি...কঙ্গনা রানাওয়াতের নিশানায় এই সবকিছুই রয়েছে । তবে কঙ্গনা ঠিক কোন জিনিসটির বিরুদ্ধে লড়াই করছেন ? সংবাদমাধ্যমের প্রশ্নে কঙ্গনার জবাব, "নিজের জন্য লড়ছি" ।

kangana ranaut fighting for herself only
kangana ranaut fighting for herself only

By

Published : Sep 17, 2020, 7:49 AM IST

মুম্বই : সুশান্তের মৃত্যুকে হাতিয়ার করে কঙ্গনা নিজে লাইমলাইটে আসার চেষ্টা করছেন, তিনি নিজের স্বার্থ চরিতার্থ করতে লড়াই করছেন, এমন অভিযোগ উঠছিল বেশ কয়েকদিন ধরে । কঙ্গনা নিজেই একথা স্বীকার করে নিলেন একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে । তবে তিনি এটাও বললেন যে, নিজের জন্য লড়ছেন বটে, তবে উপকার হবে সবার ।

কঙ্গনা বলেন, "আমি আজ এটা পরিষ্কার করে দিতে চাই যে, আমি নিজের জন্য লড়াই করছি । কারণ আমি নিজের জন্য লড়াই করলে অনেক মানুষ তার থেকে অনুপ্রেরণা পাবেন ।"

কঙ্গনার লড়াই যদি পুরো সিস্টেমকে শোধরাতে পারে, তাহলে অনেকেই সেই সুবিধাটা পাবে । তাই নিজের জন্য লড়লেও, অভিনেত্রী জানেন যে, এই পরিবর্তন থেকে অনেক মানুষ উপকৃত হবেন । নিজেই বললেন তিনি ।

ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

মুম্বই থেকে মানালি ফেরার পর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন কঙ্গনা । সেখানে তিনি নিজের স্ট্যান্টপয়েন্ট পরিষ্কার করে দিয়েছেন । শুধু তাই নয়, ইন্ডাস্ট্রির "ইনসাইডার" হিসেবে তিনি অনেক অজানা তথ্যও সেখানে প্রকাশ করেছেন ।

ABOUT THE AUTHOR

...view details