মুম্বই : এক সময় দেশের স্বাধীনতার জন্য হাজার হাজার সংগ্রামী প্রাণ দিয়েছেন, শহিদ হয়েছেন । সেই মৃত্যু তাঁদের কাছে ছিল গর্বের, সম্মানের । দেশের জন্য বলিদান দিয়ে নিজেদের জীবন স্বার্থক করে তুলতেন সেই সমস্ত শহিদরা । কঙ্গনা রানাওয়াত এবার নিজেকে সেই পর্যায়ের মানুষ ভাবা শুরু করেছেন ।
তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হচ্ছে দেশের বিভিন্ন রাজ্যে । কখনও সরকারের পক্ষ থেকে, কখনও কোনও সাম্প্রদায়িক গোষ্ঠীর পক্ষ থেকে, কখনও আবার কোনও বিশেষ ব্যক্তির পক্ষ থেকে নানা কারণে কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ছে ।
তবে এই বিষয় নিয়ে অভিনেত্রী একটুও চিন্তিত নন । বরং এসবের ফলে তিনি এক মহান ব্যক্তিত্বে উন্নীত হচ্ছেন বলে ধারণা কঙ্গনার ।