পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কঙ্গনার বিরুদ্ধে একের পর এক মামলা, মজা পাচ্ছেন অভিনেত্রী ? - কঙ্গনা রানাওয়াতের খবর

কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে জমা পড়ছে একের পর এক মামলা । তবে বিষয়টা নিয়ে বেশ মজা পাচ্ছেন অভিনেত্রী । তাঁর মনে হচ্ছে এসবের ফলে তিনি আরও মহান হয়ে উঠছেন ।

Kangana against Maha government
Kangana against Maha government

By

Published : Dec 4, 2020, 1:04 PM IST

মুম্বই : এক সময় দেশের স্বাধীনতার জন্য হাজার হাজার সংগ্রামী প্রাণ দিয়েছেন, শহিদ হয়েছেন । সেই মৃত্যু তাঁদের কাছে ছিল গর্বের, সম্মানের । দেশের জন্য বলিদান দিয়ে নিজেদের জীবন স্বার্থক করে তুলতেন সেই সমস্ত শহিদরা । কঙ্গনা রানাওয়াত এবার নিজেকে সেই পর্যায়ের মানুষ ভাবা শুরু করেছেন ।

তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হচ্ছে দেশের বিভিন্ন রাজ্যে । কখনও সরকারের পক্ষ থেকে, কখনও কোনও সাম্প্রদায়িক গোষ্ঠীর পক্ষ থেকে, কখনও আবার কোনও বিশেষ ব্যক্তির পক্ষ থেকে নানা কারণে কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ছে ।

তবে এই বিষয় নিয়ে অভিনেত্রী একটুও চিন্তিত নন । বরং এসবের ফলে তিনি এক মহান ব্যক্তিত্বে উন্নীত হচ্ছেন বলে ধারণা কঙ্গনার ।

হ্য়াঁ, সোশাল মিডিয়ায় তো এমনটাই লিখেছেন অভিনেত্রী । তিনি লিখেছেন, "ফিল্ম মাফিয়া আমার বিরুদ্ধে কেস ফাইল করেছে । গতরাতে জাভেদ আখতার আমার বিরুদ্ধে কেস ফাইল করেছেন, মহারাষ্ট্র সরকার তো প্রতি ঘণ্টায় নতুন নতুন কেস করছে, এবার পাঞ্জাবের কংগ্রেসও শুরু করে দিল ।"

"মনে হচ্ছে এরা আমায় মহান বানিয়েই ছাড়বে", হাসির ছলে যোগ করেছেন কঙ্গনা ।

কৃষকদের আন্দোলন নিয়ে নোংরা মন্তব্য করায় দিল্লি শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটি বা DSGMC একটি লিগাল নোটিশ পাঠিয়েছে কঙ্গনাকে । আর তারপরেই এই টুইট করেছেন অভিনেত্রী ।

দেখে নিন...

কঙ্গনার টুইট..

ABOUT THE AUTHOR

...view details