মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর প্রায় 2 মাস হতে চলল । কিন্তু, এখনও তাঁর আত্মহত্যার কারণ জানা যায়নি । তা জানতেই তদন্ত শুরু করেছিল মহারাষ্ট্র পুলিশ । যদিও সেই তদন্তের উপর ভরসা রাখতে না পেরে বিহারে FIR দায়ের করেন প্রয়াত অভিনেতার বাবা কৃষ্ণ কুমার সিং । এরপর সেই তদন্তভার CBI-এর হাতে তুলে দেওয়ার দাবিও জানান তিনি । যদিও সেই মামলা বিহার থেকে মুম্বইতে সরানোর দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানান রিয়া চক্রবর্তী । শীর্ষ আদালতে চলছে সেই মামলার শুনানি । আর এর মধ্যেই সুশান্তের মৃত্যুতে CBI তদন্তের দাবি জানিয়েছেন তাঁর দিদি শ্বেতা সিং কীর্তি থেকে শুরু অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে ও কৃতি শ্যানন সহ একাধিক নেটিজ়েন ।
ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন কঙ্গনা । যেখানে বলেন, "সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে আমরা CBI তদন্তের দাবি জানাচ্ছি । সত্যটা আমাদের জানার অধিকার আছে ।"
এই ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন, "মুম্বই পুলিশ এই তদন্ত তাড়াতাড়ি শেষ করতে চাইছে, সঞ্জয় রাউত জানিয়েছেন তদন্ত প্রায় শেষের দিকে, আমাদের সত্যটা জানার অধিকার আছে ।"