মুম্বই : মুম্বই ফিরেছেন কঙ্গনা রানাওয়াত । আর এসেই মুম্বা দেবী এবং শ্রী সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিলেন অভিনেত্রী । দেবতাদের আশীর্বাদ পেয়ে সুরক্ষিত বোধ করছেন কঙ্গনা ।
মুম্বই আসার পরেই বিরোধীতার মুখোমুখি হবেন ভেবেছিলেন তিনি । গতবার যেভাবে তাঁর বাড়ি ভেঙে দেওয়া হয়, যেভাবে তাঁর কুশপুতুল পোড়ানো হয়, তারপর মুম্বই নিয়ে একটা ভীতি তৈরি হয়েছিল কঙ্গনার । তবে এবার ফিরে এসে ধারণাটা একদম বদলে গেল অভিনেত্রীর ।