পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মুম্বই এসে ভালো লাগছে কঙ্গনার, উলটো কথা অভিনেত্রীর - kangana ranaut feels loved

মহারাষ্ট্র সরকারের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ চলছে কঙ্গনা রানাওয়াতের । তবুও মুম্বই এসে ভালো লাগছে অভিনেত্রীর । কোনও বিরোধীতা নেই, কোনও হিংসা,মারামারি নেই । মুম্বইতে 'সুরক্ষিত' কঙ্গনা ।

kangana ranaut back in mumbai
kangana ranaut back in mumbai

By

Published : Dec 29, 2020, 4:52 PM IST

মুম্বই : মুম্বই ফিরেছেন কঙ্গনা রানাওয়াত । আর এসেই মুম্বা দেবী এবং শ্রী সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিলেন অভিনেত্রী । দেবতাদের আশীর্বাদ পেয়ে সুরক্ষিত বোধ করছেন কঙ্গনা ।

মুম্বই আসার পরেই বিরোধীতার মুখোমুখি হবেন ভেবেছিলেন তিনি । গতবার যেভাবে তাঁর বাড়ি ভেঙে দেওয়া হয়, যেভাবে তাঁর কুশপুতুল পোড়ানো হয়, তারপর মুম্বই নিয়ে একটা ভীতি তৈরি হয়েছিল কঙ্গনার । তবে এবার ফিরে এসে ধারণাটা একদম বদলে গেল অভিনেত্রীর ।

কঙ্গনা লিখেছেন, "মুম্বইয়ের পাশে দাঁড়ানোর জন্য আমায় অনেক অপমান, হিংসের মুখোমুখি হতে হয়েছে । তবে আজ মুম্বা দেবী এবং শ্রী সিদ্ধিবিনায়কের মন্দিরে গিয়ে আশীর্বাদ নেওয়ার পর নিজেকে খুব সুরক্ষিত, খুব ওয়েলকামড মনে হচ্ছে । জয় হিন্দ, জয় মহারাষ্ট্র ।"

দেখে নিন কঙ্গনার টুইট..

ABOUT THE AUTHOR

...view details