পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কাজের মধ্যেই জন্মদিন কাটাবেন জাহ্নবী - জাহ্নবী কাপুরের খবর

কাজের মধ্যেই জন্মদিন কাটাবেন জাহ্নবী কাপুর । তবে এই কর্মব্যস্ত জীবন তাঁর বেশ পছন্দের । 'গুড লাক জেরি'-র শুটিংয়ে আপাতত পাটিয়ালাতে জাহ্নবী ।

Janhvi Kapoor shooting on birthday
Janhvi Kapoor shooting on birthday

By

Published : Mar 6, 2021, 2:51 PM IST

Updated : Mar 6, 2021, 7:43 PM IST

মুম্বই : বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জন্মদিন পালনের ধরন পালটায় সবার জীবনে । পরিবর্তন এসেছে জাহ্নবীর জীবনেও । তাই এই বছর বার্থডে গার্ল জাহ্নবী নিজের শহর মুম্বইতে থাকতেও পারলেন না, পরিবারের সঙ্গে একফোঁটা সময় কাটাতে পারলেন না ।

'গুড লাক জেরি'-র শুটিং করতে আপাতত পাটিয়ালাতে রয়েছেন জাহ্নবী । সেখানে শুটিং ফ্লোরেই কাটছে তাঁর জন্মদিন ।

অভিনেত্রী বললেন, 'আমি সবসময় জন্মদিনে শুটিং করতে চেয়েছি । কারণ, তুমি জন্মদিনটা কীভাবে কাটাবে তার উপর নির্ভর করে তোমার পুরো বছরটা কী ছন্দে কাটবে । তাই শুটিংয়ের থেকে ভালো উদযাপন আর কিছুই হতে পারে না ।'

বরাবর জন্মদিনে বাড়িতে থাকতেন জাহ্নবী । বেলুন দিয়ে বাড়ি সাজানো হত । হলঘরের সোফায় বসে শ্রীদেবী আর বনি কাপুরের সঙ্গে গল্প করা, বোন খুশির সঙ্গে মজা-খুনসুটি করা...এসবই ছিল প্রত্যেক বছরের চেনা ছবি ।

সেটেই পালন হচ্ছে জন্মদিন

তবে ব্যস্ততা বেড়েছে, চাপ বেড়েছে । তবু শৈশবের সেই সরল দিনগুলো মনে পড়লে আজ বেশ ভালোই লাগে জাহ্নবীর । পুরোনো আর নতুনের মিশেলেই আজকের জন্মদিনটা কাটাবেন অভিনেত্রী ।

Last Updated : Mar 6, 2021, 7:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details