মুম্বই : মুম্বই এয়ারপোর্টে জাহ্নবী কাপুরকে দেখে ছবি তুলতে এগিয়ে আসেন অনুরাগীরা । দূরত্ব রেখে ছবিও তুলছিলেন অভিনেত্রী । কিন্তু, এক অনুরাগীকে জোর আঘাত করেন জাহ্নবীর দেহরক্ষী । তার মোবাইল পড়ে যাওয়ার উপক্রম ! ঘটনাটি নিয়ে অস্বস্তিতে অভিনেত্রী । ক্ষমাও চেয়ে নিলেন ।
এক সংবাদমাধ্যমকে জাহ্নবী বলেন, 'আমার খুব খারাপ লেগেছে ঘটনাটিতে । আমার দেহরক্ষীর উপর বেশ চটে গেছিলাম । তবে আশা করি খুশি মনেই বাড়ি ফিরেছেন ওই ব্যক্তি ।'