পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

দেহরক্ষীর দুর্ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে নিলেন জাহ্নবী - জাহ্নবী কাপুরের খবর

দেহরক্ষীর ব্যবহারে বেশ অস্বস্তিতে পড়ে গেছেন জাহ্নবী কাপুর । তাঁকে এক অনুরাগীর হাত থেকে বাঁচাতে বেশ জোরে আঘাত করে বসেন দেহরক্ষী । হাত থেকে মোবাইল পড়ে যাওয়ার উপক্রম হয় সেই অনুরাগী ব্যক্তির । এমন এক দুর্ঘটনার জন্য ক্ষমা চেয়ে নেন জাহ্নবী ।

Janhvi Kapoor apologized
Janhvi Kapoor apologized

By

Published : Mar 9, 2021, 4:40 PM IST

মুম্বই : মুম্বই এয়ারপোর্টে জাহ্নবী কাপুরকে দেখে ছবি তুলতে এগিয়ে আসেন অনুরাগীরা । দূরত্ব রেখে ছবিও তুলছিলেন অভিনেত্রী । কিন্তু, এক অনুরাগীকে জোর আঘাত করেন জাহ্নবীর দেহরক্ষী । তার মোবাইল পড়ে যাওয়ার উপক্রম ! ঘটনাটি নিয়ে অস্বস্তিতে অভিনেত্রী । ক্ষমাও চেয়ে নিলেন ।

এক সংবাদমাধ্যমকে জাহ্নবী বলেন, 'আমার খুব খারাপ লেগেছে ঘটনাটিতে । আমার দেহরক্ষীর উপর বেশ চটে গেছিলাম । তবে আশা করি খুশি মনেই বাড়ি ফিরেছেন ওই ব্যক্তি ।'

কারণ, দেহরক্ষীর ওই ব্যবহারের পর পরিস্থিতি ম্যানেজ করতে এগিয়ে আসেন জাহ্নবী । সেই ব্যক্তির সঙ্গে ছবিও তোলেন হাসিমুখে । ফলে আশা করা যায়, মনে আর কোনও ক্ষোভ নেই অনুরাগীর ।

ভিডিয়োতে ঘটনাটি দেখে নিন...

দেখে নিন ভিডিয়ো..

ABOUT THE AUTHOR

...view details