পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

আমি সন্ত্রাস ও পাকিস্তানি সেনার বিরুদ্ধে : আদনান সামি - Singer

পাকিস্তানি সেনা যুদ্ধের জন্য উস্কানি দেয় । গণতন্ত্রের ধ্বংস করে । পাকিস্তানিদের অসহায়, হতাশ বলার পর পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে এমনই মন্তব্য করলেন গায়ক আদনান সামি ।

আদনান সামি

By

Published : Aug 20, 2019, 9:21 AM IST

Updated : Aug 20, 2019, 12:20 PM IST

মুম্বই : তাঁদের "অসহায়, বিপথগামী ও হতাশ" বলার পর এবার পাকিস্তানি সেনার বিরুদ্ধে কথা বললেন গায়ক আদনান সামি । তিনি জানান, তিনি পাকিস্তানি সেনার বিরুদ্ধে । কারণ তারা যুদ্ধের জন্য উস্কানি দেয়, গণতন্ত্রের ধ্বংস করে এবং পাকিস্তানিদের মানসিকতাকে নষ্ট করে ।

আদনান সামি গতকাল টুইট করেন, "আমি পাকিস্তানিদের বিরুদ্ধে নই । আমাকে যারা ভালবাসেন আমিও তাঁদের ভালোবাসি ও শ্রদ্ধা করি । সেই কারণে আমি পাকিস্তানিদেরও ভালবাসি । আমি সন্ত্রাসের বিরুদ্ধে এবং পাকিস্তানি সেনার বিরুদ্ধে যারা যুদ্ধের জন্য উস্কানি দেয় । তারা গণতন্ত্র ধ্বংস করছে ও পাকিস্তানিদের মানসিকতাকে নষ্ট করছে ।"

আরও পড়ুন : পাকিস্তানিরা নিজেদের জীবন নিয়ে হতাশ : আদনান সামি

এর আগে পাকিস্তানিদের তাঁকে নিয়ে সমালোচনা করা নিয়ে প্রশ্ন করেছিল একজন টুইটার ইউজ়ার । তার উত্তরে তিনি বলেন, "তাঁরা আসলে অসহায়, বিপথগামী ও নিজেদের জীবন নিয়ে হতাশ । ভগবান তাঁদের জীবনে উন্নতি করুন ।"

Last Updated : Aug 20, 2019, 12:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details