মুম্বই : তাঁদের "অসহায়, বিপথগামী ও হতাশ" বলার পর এবার পাকিস্তানি সেনার বিরুদ্ধে কথা বললেন গায়ক আদনান সামি । তিনি জানান, তিনি পাকিস্তানি সেনার বিরুদ্ধে । কারণ তারা যুদ্ধের জন্য উস্কানি দেয়, গণতন্ত্রের ধ্বংস করে এবং পাকিস্তানিদের মানসিকতাকে নষ্ট করে ।
আদনান সামি গতকাল টুইট করেন, "আমি পাকিস্তানিদের বিরুদ্ধে নই । আমাকে যারা ভালবাসেন আমিও তাঁদের ভালোবাসি ও শ্রদ্ধা করি । সেই কারণে আমি পাকিস্তানিদেরও ভালবাসি । আমি সন্ত্রাসের বিরুদ্ধে এবং পাকিস্তানি সেনার বিরুদ্ধে যারা যুদ্ধের জন্য উস্কানি দেয় । তারা গণতন্ত্র ধ্বংস করছে ও পাকিস্তানিদের মানসিকতাকে নষ্ট করছে ।"