পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

প্রয়াত হৃতিকের দাদু ও চিত্রপরিচালক জে.ওম প্রকাশ - পরিচালক জে.ওম প্রকাশ

৯৩ বছর বয়সে প্রয়াত বর্ষীয়ান চিত্রপরিচালক ও প্রযোজক জে.ওম প্রকাশ। তাঁর একটি অন্য পরিচয়ও রয়েছে। তিনি হৃতিক রোশনের মা পিঙ্কি রোশনের বাবা।

জে.ওম প্রকাশ

By

Published : Aug 7, 2019, 11:53 AM IST

মুম্বই : বলিউডের বর্ষীয়ান চিত্রপরিচালক জে.ওম প্রকাশ শেষ নিঃশ্বাস ত্য়াগ করলেন আজ সকাল ৮টার আশেপাশে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। এক সর্বভারতীয় সংবাদমাধ্য়ম থেকে জানা যাচ্ছে এই খবর।

আজ প্রকাশ পরিবার ঘনিষ্ঠ ও অভিনেতা দীপক পরাশর সোশাল মিডিয়ার মাধ্য়মে এই খবর সামনে আনেন।

দীপকের পোস্ট...

বলিউডকে জে.ওম প্রকাশ অনেক ভালো ভালো ছবি উপহার দিয়েছেন। রাজেশ খান্না অভিনীত ও প্রকাশ পরিচালিত 'আপকি কসম' বা 'আখের কিউঁ'-এর মতো ছবি সেই যুগে বক্স অফিস কাঁপিয়েছে। প্রযোজক হিসেবেও বেশ পরিচিতি ছিল তাঁর। 'আয়ে মিলন কি বেলা', 'আস কা পঞ্ছি' প্রকাশ প্রযোজিত অন্য়তম হিট ছবি।

হৃতিকও তাঁর দাদুর খুব কাছাকাছি ছিলেন। বিভিন্ন আলাপচারিতায় সেই সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছেন অভিনেতা। ২০১৬ সালে তিনি 'দাদু'কে একটি মার্সিডিজ় বেঞ্জ উপহার দেন, কারণ জে.ওম প্রকাশের খুবই প্রিয় ব্র্যান্ড ছিল মার্সিডিজ়।

ছবি সংগৃহীত

জে.ওম প্রকাশের আত্মার শান্তি কামনা করে ETV ভারত সিতারা।

ABOUT THE AUTHOR

...view details