পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ধূমপান করছেন হৃতিক ? ফ্যানের প্রশ্নে অভিনেতা যা বললেন.. - হৃতিক রোশনের খবর

সম্প্রতি সুজ়ান খানের শেয়ার করা একটি ছবিতে হৃতিক রোশনের হাতে দেখা যাচ্ছে সিগারেটের মতো দেখতে কোনও একটা বস্তু । হৃতিক কি তাহলে ধূমপান করেন ? ফ্যানের প্রশ্নে জবাব দিলেন অভিনেতা ।

hrithik roshan smoking
hrithik roshan smoking

By

Published : Apr 27, 2020, 4:19 PM IST

মুম্বই : লকডাউনের কারণে এখন হৃতিক আর দুই ছেলের সঙ্গেই আছেন সুজ়ান খান । তিনি সম্প্রতি একটি ছবি শেয়ার করেছেন, যেখানে হৃতিকের হাতে সিগারেটের মতো দেখতে কোনও একটা বস্তু দেখা যাচ্ছে । ছবিটি দেখে এক ফ্যান হৃতিককে সরাসরি প্রশ্ন করেন তিনি ধূমপান করেন কিনা।

তিনি লিখেছেন, "হৃতিকের হাতে কি একটা সিগারেট না আমি ভুল দেখছি ? আশা করি তুমি ধূমপান কর না হৃতিক । করলে আমি খুব দুঃখ পাব ।"

উত্তর দেন হৃতিক । লেখেন, "আমি একজন নন-স্মোকার । আমি যদি কৃষ হতাম তাহলে আগে এই ভাইরাসটাকে নির্মূল করতাম আর তারপর এই পৃথিবীর সমস্ত সিগারেটকে ধ্বংস করতাম ।" সিগারেটের মতো দেখতে ওই বস্তু যে আদতে সিগারেট নয়, সেটা বুঝিয়ে দিয়েছেন তিনি ।

এমনিতে খুব স্বাস্থ্য সচেতন হৃতিক । শুধু শরীরচর্চা নয়, খাওয়াদাওয়া নিয়েও খুব কনশাস তিনি ।

কয়েকদিন আগে ধূমপান করার জন্য রীতিমতো সমালোচনা করা হয় প্রিয়াঙ্কা চোপড়ার । পরিবারের সঙ্গে একটি ইয়টে বসে সিগারেট খাচ্ছিলেন অভিনেত্রী ।

ABOUT THE AUTHOR

...view details