পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ট্রেনে যাত্রা না করতে আবেদন হৃত্বিক ও সোনমের - Hrithik Roshan urges citizens to avoid train travel

কোরোনা আতঙ্কের মধ্যে দেশবাসীকে ট্রেনে যাত্রা না করার আবেদন করলেন হৃত্বিক রোশন ও সোনম কাপুর । পাশাপাশি ভিড় এড়িয়েও চলতে বলেছেন তাঁরা ।

xcv
xcv

By

Published : Mar 22, 2020, 8:00 PM IST

মুম্বই : কোরোনা আতঙ্ক এখন সব জায়গাতেই । এই পরিস্থিতির মধ্যে দেশের একাধিক স্বাস্থ্য সংস্থার তরফে দেশবাসীকে ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে । এমনকী, প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার অনুরোধও করা হয়েছে । আর এবার কোরোনা আতঙ্কের মধ্যে দেশবাসীকে ট্রেনে না চড়ার পরামর্শ দিলেন হৃত্বিক রোশন ও সোনম কাপুর ।

রেল মন্ত্রকের তরফে করা একটি টুইট নিজের প্রোফাইলে শেয়ার করে হৃত্বিক লেখেন, "এখনও পর্যন্ত বহু মানুষ ট্রেন ও স্টেশনে যাচ্ছেন । অনুরোধ করছি আপনারা যথা সম্ভব সেগুলি এড়িয়ে চলুন । প্রয়োজন ছাড়া ট্রেনে যাতায়াত করবেন না । এভাবে নিজের ও সহ যাত্রীকে বিপদে ফেলবেন না । সরকার ভালো পদক্ষেপ নিয়েছে । সেটাকে সমর্থন করুন..."

পাশাপাশি এ নিয়ে টুইট করেন সোনম কাপুরও । লেখেন, "রেল স্টেশনে যেহেতু ভিড় থাকে তাই সেখানে সংক্রমণ ছড়ানোর সম্ভবনা প্রবল । তাই নিরাপদে থাকুন এবং যতটা সম্ভব স্টেশন ও ট্রেনে যাতায়াত এড়িয়ে চলুন ।"

তবে এটাই প্রথমবার নয় । এর আগেও ভক্তদের কোরোনার বিরুদ্ধে লড়াই করার টিপস দিয়েছিলেন সোনম । তখন তিনি বলেছিলেন, "যতটা সম্ভব বাড়িতে থাকুন । গরম জল খান । গার্গেল করুন । বাইরে থেকে এসে সঙ্গে সঙ্গে জামা কাপড় ধুয়ে নিন । এমনকী স্নান না করে বাইরের পোশাক পরে কোথাও বসবেন না । ঠান্ডা পানীয় একেবারেই খাবেন না । দিনে একাধিক বার হাত ধুয়ে নিন । আর পশুরা কখনওই কোরোনা ভাইরাস ছড়ায় না তাই তাদের থেকে দূরে থাকার কোনও মানেই হয় না ।"

প্রতিদিনই দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । এখনও পর্যন্ত দেশে আক্রান্ত হয়েছেন মোট 341 জন ।

ABOUT THE AUTHOR

...view details