পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কোরোনায় আক্রান্ত হিমাংশ কোহলির বাবা-মা, সুস্থ রয়েছেন অভিনেতা - Himansh Kohli family tests positive

গত দু-তিনদিন ধরেই তাঁর পরিবারের সদস্যদের শরীরে কোরোনা উপসর্গ দেখা গিয়েছিল । জ্বরও হয়েছিল । বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে পরীক্ষা করান সবাই । তারপরই বাকিদের কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এলেও, নেগেটিভ আসে হিমাংশের রিপোর্ট ।

asd
asd

By

Published : Aug 30, 2020, 7:54 PM IST

মুম্বই : কোরোনার থাবা হিমাংশ কোহলির পরিবারে । তাঁর বাবা, মা ও বোন সবার কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে । একমাত্র নেগেটিভ এসেছে হিমাংশের রিপোর্ট ।

গত দু-তিনদিন ধরেই তাঁর পরিবারের সদস্যদের শরীরে কোরোনা উপসর্গ দেখা গিয়েছিল । জ্বরও হয়েছিল । বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে পরীক্ষা করান সবাই । তারপরই বাকিদের কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এলেও, নেগেটিভ আসে হিমাংশের রিপোর্ট ।

ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন হিমাংশ । সেখানে লেখেন, "আমরা সবাই কোরোনা পরীক্ষা করিয়েছিলাম । মা, বাবা ও দিশার কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে । তবে আমার রিপোর্ট নেগেটিভ এসেছে । আমরা সবাই হোম কোয়ারানটিনে রয়েছি । সব নিয়ম মেনে চলছি । সরকারের তরফে আমাদের যে পরামর্শ দেওয়া হয়েছে তাও মেনে চলছি ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details