মুম্বই : দেশের হয়ে হকি খেলতে চেয়েছিলেন । কিন্তু, তাঁর ভাগ্যে হয়তো অন্যকিছুই লেখা ছিল । তাঁর জন্য অপেক্ষা করছিল এক গ্ল্যামারাস কেরিয়ার । তাই সিনেমাজগতের সঙ্গে সম্পর্কহীন এক পরিবার থেকে এসেও শাহরুখ খান হয়ে উঠেছেন বলিউডের বাদশা ।
1992 সালে 'দিওয়ানা' দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ । এমন একটা সময়ে বলিউডে প্রবেশ করেন যখন সেখানে জায়গা পাওয়াটা আউটসাইডারদের কাছে খুব একটা সহজ ছিল না । কিন্তু ছোটো পরদার অভিনেতা থেকে শুধু বলিউডে জায়গাই করে নেননি, রীতিমতো দাপটের সঙ্গে কাজ করেছেন তিনি ।
তবে শুধু সিলভার স্ক্রিনই শাসন করেননি, হয়ে উঠেছেন দেশের বড় কয়েকটি ব্র্যান্ডের বাদশাও । হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে অ্যাগ্রেসিভ প্রোমোশনের বিষয়টিও চালু করেন তিনি ।
এই 28 বছরে অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে নিজেকে হিন্দি সিনেমার মুকুটহীন রাজা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন । হয়ে উঠেছেন কিং খান । শুধু সফল অভিনেতা নন, বিশ্বের ধনী অভিনেতাদের মধ্যেও তিনি অন্যতম । তীক্ষ্ন ব্যবসায়িক বুদ্ধি তাঁর কোরিয়ারে যোগ করেছে অন্য মাত্রা । ফিল্মের পাশাপাশি ক্রীড়া, শিক্ষা সহ একাধিক ক্ষেত্রেও বিনিয়োগ করেছেন তিনি ।