পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Birthday Special : বলিউডের মুকুটহীন সম্রাট শাহরুখ - শাহরুখ খান

1965 সালের আজকের দিনে দিল্লিতে জন্ম হয় শাহরুখের। এবার 55 বছরে পা দিলেন তিনি। আউটসাইডার হয়েও অভিনয়ের জোরে ইন্ডাস্ট্রিতে রাজ করেছেন। ধীরে ধীরে হয়ে উঠেছেন ইন্ডাস্ট্রির মুকুটহীন সম্রাট।

asd
d

By

Published : Nov 2, 2020, 6:18 AM IST

Updated : Nov 2, 2020, 10:01 AM IST

মুম্বই : দেশের হয়ে হকি খেলতে চেয়েছিলেন । কিন্তু, তাঁর ভাগ্যে হয়তো অন্যকিছুই লেখা ছিল । তাঁর জন্য অপেক্ষা করছিল এক গ্ল্যামারাস কেরিয়ার । তাই সিনেমাজগতের সঙ্গে সম্পর্কহীন এক পরিবার থেকে এসেও শাহরুখ খান হয়ে উঠেছেন বলিউডের বাদশা ।

1992 সালে 'দিওয়ানা' দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ । এমন একটা সময়ে বলিউডে প্রবেশ করেন যখন সেখানে জায়গা পাওয়াটা আউটসাইডারদের কাছে খুব একটা সহজ ছিল না । কিন্তু ছোটো পরদার অভিনেতা থেকে শুধু বলিউডে জায়গাই করে নেননি, রীতিমতো দাপটের সঙ্গে কাজ করেছেন তিনি ।

তবে শুধু সিলভার স্ক্রিনই শাসন করেননি, হয়ে উঠেছেন দেশের বড় কয়েকটি ব্র্যান্ডের বাদশাও । হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে অ্যাগ্রেসিভ প্রোমোশনের বিষয়টিও চালু করেন তিনি ।

এই 28 বছরে অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে নিজেকে হিন্দি সিনেমার মুকুটহীন রাজা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন । হয়ে উঠেছেন কিং খান । শুধু সফল অভিনেতা নন, বিশ্বের ধনী অভিনেতাদের মধ্যেও তিনি অন্যতম । তীক্ষ্ন ব্যবসায়িক বুদ্ধি তাঁর কোরিয়ারে যোগ করেছে অন্য মাত্রা । ফিল্মের পাশাপাশি ক্রীড়া, শিক্ষা সহ একাধিক ক্ষেত্রেও বিনিয়োগ করেছেন তিনি ।

'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে', 'কুছ কুছ হোতা হ্যায়', 'মহাব্বতে' সহ একাধিক রোমান্টিক সিনেমা তাঁর মতো আউটসাইডারকে করে তুলেছিল বলিউডের পোস্টার বয় ।

তবে তাঁর অনুরাগীদের একটা অভিযোগ ছিল । তিনি নাকি খুব একটা পরীক্ষানিরীক্ষা করেন না । আর সেই অভিযোগকে ভুল প্রমাণিত করে 'ফ্যান', 'রইজ়' ও 'জ়িরো'-র মতো ছবিতে অভিনয় করেছেন । যদি এই তিনটি ছবিই বক্স অফিসে তেমন সাফল্যের মুখ দেখেনি ।

2018 সালে জ়িরোর ব্যর্থতায় হতাশ হয়ে কিছুটা সময়ের জন্য ব্রেক নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি । আর এখনও পর্যন্ত কোনও ছবিতে সই করেননি । যদিও তাঁর পরবর্তী ছবি নিয়ে প্রতি মুহূর্তে জল্পনা চলছে । সামনে এসেছে সিদ্ধার্থ আনন্দের ছবি থেকে রাজকুমার হিরানির ছবিতে অভিনয়ের কথাও । তবে এখনও কোনওটাই চূড়ান্ত হয়নি ।

প্রত্যেকের কেরিয়ারেই কোনও না কোনও সময়ে ব্যাড প্যাচ আসে, কিন্তু সঠিক স্ক্রিপট পেলে তিনি যে আবার ছন্দে ফিরবেন তা নিয়ে দ্বিমত নেই তাঁর অনুরাগীদের মধ্যে ।

Last Updated : Nov 2, 2020, 10:01 AM IST

ABOUT THE AUTHOR

...view details