মুম্বই : অমিতাভ বচ্চনের বিরুদ্ধে FIR । 'কৌন বনেগা ক্রোড়পতি'-তে তাঁর করা একটি প্রশ্ন হিন্দু ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ । আর সেই জন্যই এই FIR ।
'করমবীর' এপিসোডে সমাজকর্মী বেজ়ওয়াদা উইলসন এবং অভিনেতা অনুপ সোনিকে বিতর্কিত প্রশ্নটি করেন অমিতাভ । কী ছিল প্রশ্নটি ?
জানতে চাওয়া হয়, "1927 সালের 25 ডিসেম্বর ডাঃ আম্বেদকর ও তাঁর ফলোয়াররা কোন ধর্মগ্রন্থ পুড়িয়ে দিয়েছিলেন ?" অপশনে ছিল 1. বিষ্ণু পুরাণ 2. ভগবত গীতা 3. ঋক বেদ 4. মনুস্মৃতি । সঠিক উত্তর হল মনুস্মৃতি ।
উত্তর প্রকাশ করার পর অমিতাভ এক্সপ্লেন করেন, "জাতিভেদ প্রথার বিরুদ্ধে নিজের বক্তব্য প্রমাণ করতে আম্বেদকর এই কাজ করেছিলেন । হিন্দু ধর্মগ্রন্থ মনুস্মৃতির অবমাননা করেছিলেন ।"
অমিতাভের এই কথাই ঠিক মতো মেনে নিতে পারেননি নেটিজেনরা । সোশাল মিডিয়ায় ট্রেন্ড হতে থাকে #BoycottKBC । হিন্দু চরমপন্থীরা এই শো-কে বামপন্থী বলে কটাক্ষ করেছেন । অনেকে আবার অভিযোগ তুলেছেন যে, হিন্দু ভাবাবেগে আঘাত করেছে এই শো ।