মুম্বই : সম্পত্তি প্রসঙ্গে মিথ্যে বলে আদালতের অবমাননা করেছেন অনজুম রিজ়ভি। সেই অভিযোগে তাঁকে চারমাসের জেলের সাজা দিয়েছে বম্বো হাইকোর্ট।
দীর্ঘদিন ধরে সম্পত্তির পরিমাণ লুকিয়ে আসছেন। বরাবর আদালত তাঁকে সম্পত্তির আসল পরিমাণ প্রসঙ্গে প্রশ্ন করতে থাকে। কিন্তু, প্রতিবারই অনজুম মিথ্যে বলেছেন বলে অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতেই শুরু হয় তদন্ত।
গতসপ্তাহে গ্রেপ্তার হন অনজুম। বিচারক গৌতম পাটেল বলেন, "রিজ়ভি প্রত্যেকবার ভেবেছেন এইভাবে মিথ্যে বলে বিষয়টি থেকে দূরে সরতে পারবেন।"
ঘটনার সূত্রপাত ২০১৫ সালে। 'কথা' নামের একটি ছবির জন্য ২ কোটি টাকার বকেয়া না মেটানোর অভিযোগ ওঠে অনজুমের বিরুদ্ধে। ছবিটি মুক্তি পায়নি। সেই সঙ্গে ২ কোটি ৪৪ লাখ টাকা না দেওয়ার অভিযোগে আদালতের দারস্থ হয় একটি সংস্থা। সেই টাকা মেটানোর নির্দেশ দেয় আদালত। তবে নানা অজুহাতে টাকা দেননি। প্রত্যেকবার আদালতে খালি হাতে গেছেন রিজ়ভি। শুধু তাই নয়, সম্পত্তি নিয়ে আদালতে ভুল তথ্যও দেওয়ার অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে।
আ ওয়েডনেস ডে, জন দে, আ ফ্ল্য়াট, আহিস্তা আহিস্তা সহ একাধিক ছবি প্রযোজনা করেছেন তিনি।